Advertisement

Howrah Marriage Hall Fire: হাওড়ার ফোরশোর রোডের বিয়েবাড়িতে বিধ্বংসী আগুন, নিমেষে খাঁক

ভয়াবহ আগুনে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়। বাইরে বেরিয়ে আসেন স্থানীয়রা। জানা গিয়েছে, আচমকা প্যান্ডেলের একাংশ জ্বলতে দেখেন ওই বিয়েবাড়ির কর্মীরা। এই মরসুমে গঙ্গার হাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

হাওড়ার অগ্নিকাণ্ডহাওড়ার অগ্নিকাণ্ড
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 17 Nov 2024,
  • अपडेटेड 8:14 PM IST
  • ভয়াবহ আগুনে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়।
  • বাইরে বেরিয়ে আসেন স্থানীয়রা।

হাওড়া ফারশোর রোডে একটি বিয়েবাড়ি আগুন। রবিবার সন্ধে সাড়ে ৫টা নাগাদ ঘটনাটি ঘটেছে। ফোরশোর রোডের পাশেই অবস্থিত এই ভবনটি। সঙ্গে সঙ্গে মণ্ডপটি পুড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় মণ্ডপটি। আতঙ্কে আশেপাশের মানুষ বাড়ি থেকে বেরিয়ে আসেন। 

ফোরশোর রোডের গঙ্গার ধারে রয়েছে হাওড়া ভবন নামে ওই বিয়েবাড়ি। ওই ভবনে বিয়ের জন্য তৈরি হচ্ছিল একটি মণ্ডপ। রবিবার সন্ধ্যা সাড়ে ৫টা নাগাদ সেই প্যান্ডেলেই লাগে আগুন। কিছুক্ষণের মধ্যেই দাউ দাউ করে জ্বলতে থাকে। প্রচুর পরিমাণে দাহ্য বস্তু ছিল বিয়েবাড়িতে। মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন। দমকলকর্মীদের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। 

ভয়াবহ আগুনে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়। বাইরে বেরিয়ে আসেন স্থানীয়রা। জানা গিয়েছে, আচমকা প্যান্ডেলের একাংশ জ্বলতে দেখেন ওই বিয়েবাড়ির কর্মীরা। এই মরসুমে গঙ্গার হাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২টি ইঞ্জিন। পরে আরও একটি ইঞ্জিন পৌঁছয়। 

জানা গিয়েছে ওই বিয়েবাড়ির ভিতরে বাঁশ দিয়ে একটি প্যান্ডেল তৈরি করা হয়েছিল। সেখানে আগুন লাগে প্রথম।  তারপর আগুন ছড়িয়ে পড়ে। কারণ বিয়েবাড়ি সাজানো উপলক্ষে প্রচুর দাহ্যপদার্থ আনা হয়। 
 

Read more!
Advertisement
Advertisement