Advertisement

Khardha News: খড়দার ঝাঁ চকচকে ফ্ল্যাটে বারুদ-বন্দুকের স্তূপ, হাজার রাউন্ড বুলেট

রাজ্যে ফের উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। অস্ত্র ভান্ডারের হদিশ মিলল উত্তর চব্বিশ পরগনায়। এবার ঘটনাস্থল খড়দা। এখানকার রিজেন্ট পার্কে একটি ঝাঁ চকচকে আবাসনের অ্যাপার্টমেন্টে ১৫টি আগ্নেয়াস্ত্র ও হাজার রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। সোমবার সকালে ওই অ্যাপার্টমেন্টে অভিযান চালায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিটেকটিভ ডিপার্টমেন্ট। উদ্ধার হয় লক্ষাধিক টাকাও।

আবাসনে অস্ত্রভাণ্ডার, উদ্ধার হাজার রাউন্ড গুলিওআবাসনে অস্ত্রভাণ্ডার, উদ্ধার হাজার রাউন্ড গুলিও
Aajtak Bangla
  • খড়দা,
  • 04 Aug 2025,
  • अपडेटेड 3:21 PM IST

 রাজ্যে ফের উদ্ধার  বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। অস্ত্র ভান্ডারের হদিশ মিলল উত্তর চব্বিশ পরগনায়। এবার ঘটনাস্থল খড়দা।  এখানকার রিজেন্ট পার্কে একটি ঝাঁ চকচকে আবাসনের অ্যাপার্টমেন্টে ১৫টি আগ্নেয়াস্ত্র ও হাজার রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। সোমবার সকালে ওই অ্যাপার্টমেন্টে অভিযান চালায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিটেকটিভ ডিপার্টমেন্ট। উদ্ধার হয় লক্ষাধিক টাকাও।

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তল্লাশি চালাতেই উদ্ধার হয় ১৫ টি আগ্নেয়াস্ত্র, হাজার রাউন্ড গুলি। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়। আতঙ্কে স্থানীয়রা। এই ঘটনায়  জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে লিটন চক্রবর্তী নামে এক ব্যক্তিকে। জানা গিয়েছে, অ্যাপার্টমেন্টটিতে  থাকেন মধুসূদন মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি। তাঁর ফ্ল্যাট থেকেই ১৫টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। তার মধ্যে দেশি-বিদেশি বন্দুক রয়েছে। কেন এত অস্ত্র ফ্ল্যাটে মজুত করা হয়েছিল, বিষয়টি খতিয়ে দেখছেন গোয়েন্দারা। মনে করা হচ্ছে মধুসূদন মুখোপাধ্যায় কোনও গ্যাংয়ের সঙ্গেই যুক্ত থাকতে পারেন। 

 কী কারণে মজুত করা হয়েছিল বিপুল পরিমাণ অস্ত্র? নেপথ্যে বড়সড় ষড়যন্ত্রের ছক? উত্তর খুঁজছে পুলিশ। প্রসঙ্গত গত জুন মাসেই পানিহাটি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বনাথ দে-র ঘনিষ্ট তৃণমূল কর্মী নইম আলি ওরফে নেপালির বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র। স্টেন গান, পাইপ গান থেকে শুরু করে যুদ্ধে সেনার দ্বারা ব্যবহৃত নাইট্রো-অ্যামুনেশন কার্তুজের হদিশ মেলে সেখানে।

Read more!
Advertisement
Advertisement