Advertisement

Humayun Kabir on Adhir Chowdhury: 'প্রয়োজনে অধীরের সঙ্গে জোট', এবার TMC-কে হুুঁশিয়ারি দলেরই বিধায়ক হুমায়ুনের

বিতর্ক ও হুমায়ুন কবির যেন সমার্থক হয়ে উঠেছেন। ফের দিলবিরোধী মন্তব্য করতে দেখা গিয়েছে তৃণমূল বিধায়ককে। নিজের সাম্প্রতিক মন্তব্যে ফের দলের অন্দরে অস্বস্তি বাড়িয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। প্রয়োজনে অধীর চৌধুরীর সঙ্গে সমঝোতা করবেন। আবারও বিস্ফোরক হুমায়ুন কবির।

বড় ইঙ্গিত TMC-র বেসুরো হুমায়ুনেরবড় ইঙ্গিত TMC-র বেসুরো হুমায়ুনের
Aajtak Bangla
  • বহরমপুর,
  • 26 Oct 2025,
  • अपडेटेड 4:18 PM IST

বিতর্ক ও হুমায়ুন কবির যেন সমার্থক হয়ে উঠেছেন। ফের দিলবিরোধী মন্তব্য করতে দেখা গিয়েছে তৃণমূল বিধায়ককে। নিজের সাম্প্রতিক মন্তব্যে ফের দলের অন্দরে অস্বস্তি বাড়িয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। প্রয়োজনে অধীর চৌধুরীর সঙ্গে সমঝোতা করবেন। আবারও বিস্ফোরক হুমায়ুন কবির। 

প্রসঙ্গত, কিছু দিন ধরেই হুমায়ুন বেসুরো গাইছিলেন। প্রকাশ্যে অপূর্ব সরকার, খলিলুর রহমান, জাকির হোসেন–সহ মুর্শিদাবাদের একদল নেতার সমালোচনা করছিলেন তিনি। এই পরিস্থিতিতে ’২৬–এর বিধানসভা নির্বাচনে প্রয়োজনে তিনি মুর্শিদাবাদে অধীর চৌধুরীর সঙ্গে হাত মেলাতে পারেন বলেও শনিবার হুঁশিয়ারি দিয়েছেন। এর আগে জীবনকৃষ্ণ সাহার গ্রেফতারির পিছনে জেলা সভাপতি অপূব সরকারের হাত হয়েছে বলে দাবি করেছিলেন তিনি। 

মুর্শিদাবাদের জেলা সভাপতি অপূর্ব সরকারকে আক্রমণ করে হুমায়ুন কবির বলেছেন রাজনীতিতে সব সম্ভব। যে অধীর চৌধুরীকে ২০২৪-এ হারিয়েছি, সেই অধীর চৌধুরীর সঙ্গে প্রয়োজন হলে সিট অ্যাডজাস্টমেন্ট করব।  হুমায়ুন কবির স্পষ্ট করেছেন তিনি রেজিনগরেও দাঁড়াবেন আর কান্দিতেও দাঁড়াবেন। যদি তা না পারেন তাহলে আরেক হুমায়ুন কবীরকে নিয়ে এসে কান্দিতে অপূর্ব সরকারের বিরুদ্ধে দাঁড় করাবেন। দেখিয়ে দেবেন কত ধানে কত চাল। 

 মুর্শিদাবাদে তৃণমূলের আসন সংখ্যা ১০–এ নামিয়ে দেবেন বলে হুমায়ুন কয়েক দিন আগে হুঁশিয়ারি দেওয়ায় অপূর্ব সরকার পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন, ভরতপুরের বিধায়কের ক্ষমতা থাকলে তা করে দেখান। হুমায়ুন তার পাল্টা বলেন, ‘অপূর্ব সরকার তোর চ্যালেঞ্জ আমিও গ্রহণ করলাম। আমি রেজিনগরে দাঁড়াব আর কান্দিতেও দাঁড়াব কিংবা আর এক হুমায়ুন কবীরকে কান্দিতে এনে দাঁড় করাব।’ অন্য হুমায়ুন বলতে ভরতপুরের বিধায়ক প্রাক্তন এক আইপিএস অফিসারকে ইঙ্গিত করেছেন বলে তৃণমূলের একাধিক নেতার পর্যবেক্ষণ। তৃণমূলের কিছু নেতার বিরুদ্ধে হুমায়ুন অতীতেও সরব হয়েছেন। কিন্তু তিনি এ বার অধীরের সঙ্গে হাত মেলানোর কথা বলায় বিষয়টি অন্য মাত্রা পেয়েছে। হুমায়ুন বলেছেন, ‘যে অধীরকে ২০২৪–এ হারিয়েছিলাম, সেই অধীরের সঙ্গে দরকারে সিট অ্যাডজাস্টমেন্ট করব। রাজনীতিতে সব সম্ভব।’

Advertisement

তৃণমূলের তরফে কড়া পদক্ষেপের ইঙ্গিত পেয়েও হুমায়ুন বলেছেন, ‘গত জুন মাসে আমাকে লাস্ট ওয়ার্নিং নোটিস দেওয়া হয়েছিল। প্রণববাবুর ডায়াস (মঞ্চ পরিচালনা) চালানো লোক আমি। আমাকে কি ভেড়া–ছাগল পেয়েছে? সাসপেন্ড করলে ওয়েলকাম করব। ২০১২–তে বিধায়ক পদ ছেড়ে যে বোকামি করেছিলাম, এ বার তা করব না।’

Read more!
Advertisement
Advertisement