Advertisement

Purulia News: পঞ্চায়েত প্রধানের বদল চাই, পুরুলিয়ার হুড়ায় প্রকাশ্যে TMC-র গোষ্ঠী কোন্দল

তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এলো পুরুলিয়ার হুড়া ব্লকের দলদলি গ্রাম পঞ্চায়েতে। তৃণমূলের প্রধানকে পরিবর্তন করে নতুন করে বোর্ড গঠনের দাবি জানিয়ে তৃণমূলেরই উপপ্রধান ও এক পঞ্চায়েত সদস্য পদত্যাগপত্র জমা দিলেন হুড়া ব্লকের বিডিও -র কাছে । পঞ্চায়েত বোর্ড গঠনের টানাপোড়েনের জেরে থমকে গিয়েছে উন্নয়নের কাজ। যদিও বিষয়টি নাটক বলে কটাক্ষ করেছে বিজেপি ।

পুরুলিয়ার হুড়ায় প্রকাশ্যে TMC-র গোষ্ঠী কোন্দলপুরুলিয়ার হুড়ায় প্রকাশ্যে TMC-র গোষ্ঠী কোন্দল
স্বপন কুমার মুখার্জি
  • হুড়া,
  • 09 Mar 2025,
  • अपडेटेड 11:54 AM IST

 তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এলো পুরুলিয়ার হুড়া ব্লকের দলদলি গ্রাম পঞ্চায়েতে। তৃণমূলের প্রধানকে পরিবর্তন করে নতুন করে বোর্ড গঠনের দাবি জানিয়ে তৃণমূলেরই উপপ্রধান ও এক পঞ্চায়েত সদস্য পদত্যাগপত্র জমা দিলেন হুড়া ব্লকের বিডিও -র কাছে । পঞ্চায়েত বোর্ড গঠনের টানাপোড়েনের জেরে থমকে গিয়েছে উন্নয়নের কাজ। যদিও বিষয়টি নাটক বলে কটাক্ষ করেছে বিজেপি।

 

গত পঞ্চায়েত নির্বাচনে ১৪ টি আসন বিশিষ্ট দলদলি গ্রাম পঞ্চায়েতে তৃণমূল পায় ১০ টি আসন । নির্দলের দখলে থাকে ৪ টি আসন । তৃণমূলের ৪ জন সদস্যের সমর্থনে নির্দল প্রার্থীরা পঞ্চায়েতের দখল নেয় । লোকসভা নির্বাচনের আগে ৭ জন সদস্য তৃণমূলে যোগদান করলে তৃণমূলের সংখ্যা দাঁড়ায় ১৩ এবং নির্দল ১ জন। ফলে পঞ্চায়েতের বোর্ড হয় তৃণমূলের । এতদিন বোর্ড চললেও এবার প্রধানের বিরুদ্ধে ব্যক্তিগত স্বার্থে বোর্ড চালানোর অভিযোগ তুলে প্রধান পরিবর্তনের দাবি জানিয়ে তৃণমূলের উপপ্রধান ও পঞ্চায়েত সদস্য পদত্যাগপত্র জমা দেন ব্লক প্রশাসনের কাছে। তাঁদের অভিযোগ, কারুর সঙ্গে আলোচনা না করে ইচ্ছে মতো পঞ্চায়েত চালাচ্ছেন প্রধান। 

পাল্টা তৃণমূলের পঞ্চায়েত প্রধান আলমনি মাহাতোর দাবি,এই পঞ্চায়েত এলাকায় উন্নয়নের স্বার্থে কাজ হয়েছে । মানুষ এই উন্নয়নের কথা বলবে। যাঁরা বিরোধিতা করছেন তাঁরা ব্যক্তিগত স্বার্থে বিভিন্ন কাজ নিয়ে আমার কাছে আসছেন। আমি এসব মানতে চাইনি । তাই তাঁরা আমার বিরোধিতা করছেন। গোটা বিষয়টিকে নাটক বলে উল্লেখ  করে স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, ভাগবটারার সমস্যা হওয়ায় নতুন করে নাটক শুরু করেছে তৃণমূল । প্রথম থেকেই এই নাটক হয়ে আসছে।

সংবাদদাতাঃ অনিল গিরি
 

Read more!
Advertisement
Advertisement