Advertisement

Illegal Bangladeshi in Bengal: চোরাপথে ঢুকেছিল ভারতে, ধৃত ৫ অবৈধ বাংলাদেশি

অবৈধভাবে অনুপ্রবেশের ঘটনায় আবারও বিশেষ অভিযান রানাঘাট পুলিশ জেলার। পুলিশের হাতে গ্রেপ্তার হল 5 বাংলাদেশি অনুপ্রবেশকারী। সূত্রের খবর, অনুপ্রবেশকারীরা কয়েক মাস আগে অবৈধভাবে ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে নদীয়ায় প্রবেশ করে। এরপর প্রত্যেকেই গা ঢাকা দিয়েছিল। 

পাঁচ অনুপ্রবেশকারীপাঁচ অনুপ্রবেশকারী
স্বপন কুমার মুখার্জি
  • ধানতলা, নদিয়া,
  • 01 Mar 2025,
  • अपडेटेड 4:56 PM IST

অবৈধভাবে অনুপ্রবেশের ঘটনায় আবারও বিশেষ অভিযান রানাঘাট পুলিশ জেলার। পুলিশের হাতে গ্রেপ্তার হল 5 বাংলাদেশি অনুপ্রবেশকারী। সূত্রের খবর, অনুপ্রবেশকারীরা কয়েক মাস আগে অবৈধভাবে ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে নদীয়ায় প্রবেশ করে। এরপর প্রত্যেকেই গা ঢাকা দিয়েছিল। 

পুলিশ সূত্রে জানা যায়, পাঁচজন বাংলাদেশি অনুপ্রবেশকারী কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে যাওয়ার চেষ্টা করলে নদিয়ার ধানতলা থানার পুলিশের একটি বিশেষ টিম গিয়ে ওই পাঁচজন অনুপ্রবেশকারীকে হাতেনাতে ধরে ফেলে। জানা গিয়েছে অনুপ্রবেশকারীদের নাম, শহিদুল ইসলাম, সঞ্জীব মোল্লা, সজীব মোল্লা, তারিকুল শিকদার,ও সুভা শিকদার। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করলে অসঙ্গতি থাকায় প্রত্যেককে গ্রেপ্তার করে। শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ধৃত পাঁচজনকেই তোলা হয় রানাঘাট বিচার বিভাগীয় আদালতে। তবে তদন্তের গতি বাড়াতে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে পুলিশের তরফে। উল্লেখ্য বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির পর পরই প্রতিদিনই কাঁটাতার পেরিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সংখ্যা এখনও যথেষ্ট। আর লাগাতার অভিযান চালিয়ে গ্রেপ্তার করতেও যথেষ্ট সাফল্য পাচ্ছে পুলিশ জেলার বিভিন্ন থানা। এবার আরও ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হল নদিয়ার ধানতলা থানার পুলিশের বিশেষ একটি টিম। ধৃতদের আদালতে তোলা হলে তাঁদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। 

প্রসঙ্গত,বাংলাদেশে বর্তমানে উত্তাল পরিস্থিতি। আর সেই উত্তাল পরিস্থিতিতে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা বাড়ছে বলেই মনে করছে কোনও কোনওমহল। ইতিমধ্যেই বেআইনিভাবে ভারতে প্রবেশের অভিযোগে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আবার বেআইনিভাবে ভারতে আসা সেইসব বাংলাদেশিদের সাহায্য করার অভিযোগেও ধরপাকড় চালাচ্ছে পুলিশ। আগে বেআইনিভাবে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়ার অভিযোগে ফের এক দালালকে গ্রেপ্তার করেছিল নদিয়ার গাংনাপুর থানার পুলিশ। গাংনাপুরের সবাইপুর এলাকায় এক দালাল লুকিয়ে রয়েছে বলে খবর পায় গাংনাপুর থানার পুলিশ। আর তারপরই গাংনাপুর পুলিশ অভিযান চালিয়ে সিরাজুল মণ্ডল নামে ওই দাললাকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে খবর, ধৃত সিরাজুল মণ্ডলের বিরুদ্ধে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ভারতে আসতে ও তাদের লুকিয়ে থাকতে সাহায্য করার অভিযোগ রয়েছে। অতীতেও একাধিক মামলায় আদালত অবমাননার অভিযোগে ওয়ারেন্ট রয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে। দীর্ঘদিন পলাতক থাকা ওই দালালের সন্ধান চালাচ্ছিল পুলিশ। অবশেষে সবাইপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

Advertisement

আরও পড়ুন

এদিকে তারও আগে জাল পাসপোর্টকাণ্ডেও নদিয়া থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। ধৃত ব্যক্তির নাম ধীরেন ঘোষ। নদিয়ার চাকদহ থানার আলাইপুরের বাসিন্দা। ধীরেন ঘোষ জানিয়েছিলেন তিনি গার্মেন্টসের ব্যবসা করেন। বাইরে থেকে মাল আসে। কলকাতায় মহাজন আছে। তবে স্থানীয় সূত্রে খর ওই বাবড়িতে কখনও গার্মেন্টসের কিছু চোখে পড়েনি। স্থানীয় কয়েকজন আত্মীয় স্বজন আসতেন। স্বভাব-চরিত্র ভালোই ছিল। মিশুকে ছিলেন। মাঝে মাঝে বাংলাদেশ থেকে শশুর-শাশুড়ি আসতেন। কোনও ঝামেলা ছিল না।

সংবাদদাতাঃ বিশ্বজিৎ ব্যানার্জি
 

Read more!
Advertisement
Advertisement