
নদী থেকে লড়ি লড়ি অবৈধ বালি তুলে নাকি বাইরে পাচার করা হচ্ছে। আর প্রশাসনের কোনও হুঁশও নেই। এই অভিযোগ পেয়ে বালি পাচার রুখতে গিয়ে বিক্ষোভের মুখে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। শুক্রবার বেলা ১১টা নাগাদ এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় আসানসোলের (Asansol) জামুড়িয়া দ্বরবারডাঙা ঘাটে। বাঁশ, লাঠি, বড় বড় পাথর নিয়ে জিতেন্দ্রর দিকে তেড়ে যান কয়েকজন।
অজয় নদ থেকে বেআইনি বালি পাচার হচ্ছে। এই অভিযোগ পেয়ে সরজমিনে এলাকা পরিদর্শনে যান বিজেপি নেতা তথা আসানসোলের প্রাক্তন মেয়র ও পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। বেশ কয়েকজন বিজেপি নেতাকর্মীও তাঁর সঙ্গে ছিলেন। সে সময়ই বেশ কয়েকজন যুবক তাঁদের ঘিরে ধরে ধাক্কাধাক্কি দিয়ে জিতেন্দ্র তেওয়ারি গো ব্যাক স্লোগান দিতে থাকে। এই ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে এসে পৌঁছয় জামুরিয়া থানার পুলিশ।
পরিস্থিতি বেগতিক বুঝে ঘটনাস্থল ছেড়ে নন্দী এলাকায় অবস্থিত বিজেপির দলীয় কার্যালয়ে চলে যান জিতেন্দ্র। পরে তিনি বলেন,'কয়েকজন ব্যক্তিকে বিরোধীরা ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে প্রতিবাদ করিয়েছেন। আমি কথা বলে সুবিধা অসুবিধার বিষয়গুলি জানার পর ফিরে আসি। বেআইনি বালি তোলার কারণে জল সমস্যা তীব্রতর হতে পারে। এলাকায় সঠিকভাবে যাতে কাজকর্ম হয় সে বিষয়টি স্পষ্ট করতেই আমি ওখানে গিয়েছিলাম।'
সংবাদদাতা- অনিল গিরি