Advertisement

Kashmir Based Terrorist Arrested: এবার বাংলায় কাশ্মীরি জঙ্গি, ক্যানিংয়ে আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার

কাশ্মীর পুলিশ এবং রাজ্য পুলিশের এসটিএফের যৌথ অভিযান চালিয়ে জাভেদ মুন্সি নামে ওই জঙ্গিকে গ্রেফতার করে। সে তেহরিক-উল- মুজাহিদিন নামে জঙ্গি সংগঠনের শীর্ষ নেতা।

ক্যানিংয়ে গ্রেফতার কাশ্মীরি জঙ্গি।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 22 Dec 2024,
  • अपडेटेड 4:12 PM IST
  • ক্যানিং থেকে গ্রেফতার কাশ্মীরি জঙ্গি।
  • এখানে আত্মীয়ের বাড়িতে লুকিয়েছিল সে।

বাংলায় ফের ধরা পড়ল এক জঙ্গি। জম্মু ও কাশ্মীরের এই জঙ্গি লুকিয়ে ছিল উত্তর ২৪ পরগনার ক্যানিংয়ে। কাশ্মীর পুলিশ এবং রাজ্য পুলিশের এসটিএফের যৌথ অভিযান চালিয়ে জাভেদ মুন্সি নামে ওই জঙ্গিকে গ্রেফতার করে। সে তেহরিক-উল- মুজাহিদিন নামে জঙ্গি সংগঠনের শীর্ষ নেতা। ওই জঙ্গির বাড়ি কাশ্মীরের শ্রীনগরে। 

ক্যানিংয়ের হাসপাতাল মোড়ে আত্মীয়ের বাড়িতে গা ঢাকা দিয়েছিল এই জাভেদ। বহু দিন ধরেই তার খোঁজে ছিলেন গোয়েন্দারা। নানা ধরনের নাশকতামূলক কাজের সঙ্গে যুক্ত ছিল জাভেদ। পাকিস্তানে প্রশিক্ষণ নিয়ে এসেছিল সে। রবিবার তাকে আলিপুর আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ড চাইবে কাশ্মীর পুলিশ। 

গোপন সূত্রে কাশ্মীর পুলিশ খবর পায়, শ্রীনগরের বাসিন্দা জাভেদ লুকিয়ে রয়েছে বাংলার ক্যানিংয়ে। কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করে তারা। যৌথ অভিযানে ধরা পড়ে জাভেদ। নিছক গা ঢাকা দিতে নাকি বড় কোনও উদ্দেশ্যে সে বাংলায় এসেছিল তা স্পষ্ট নয়। 

এক এসটিএফ আধিকারিক জানান,'লস্কর-ই-তৈবার নির্দেশে বাংলাদেশে ঢোকার পরিকল্পনা ছিল জাভেদ মুন্সীর। সে বিস্ফোরক (IED) বানানোয় দক্ষ। তেহরিক-উল-মুজাহিদিনের সক্রিয় সদস্য সে। ২০১১ সালে অহল-ই-হাদিথের নেতা শওকত শাহ হত্যাতে যুক্ত। 

প্রাথমিক জেরায় জাভেদ জানিয়েছে, বাংলাদেশ, নেপাল ও পাকিস্তানে একাধিকবার গিয়েছে সে। সবক্ষেত্রেই সে উপরের নির্দেশে ভুয়ো পাকিস্তানি পাসপোর্ট ব্যবহার করেছিল। দীর্ঘদিন ধরেই তাকে খুঁজছিল জম্মু-কাশ্মীর পুলিশ। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement