Advertisement

Bengal Weather Rain Alert: টানা ৪ দিন বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, নামবে কি তাপমাত্রার পারদ?

বসন্তেই বঙ্গে জ্যৈষ্ঠ মাসের মত গরমের অনুভূতি। সঙ্গে কড়া রোদ। ইতিমধ্যেই রাজ্যের বেশকিছু অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে গিয়েছে। তবে এবার আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস দিল, রাজ্যের বিভিন্ন প্রান্তে রয়েছে বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। হতে পারে শিলা বৃষ্টিও। চলুন জেনে নেওয়া যাক আগামী দিন গুলিতে কেমন থাকবে বাংলার আবহাওয়া?

কলকাতায় জারি হলুদ সতর্কতাকলকাতায় জারি হলুদ সতর্কতা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Mar 2025,
  • अपडेटेड 8:01 AM IST

বসন্তেই  বঙ্গে জ্যৈষ্ঠ মাসের মত গরমের অনুভূতি। সঙ্গে কড়া রোদ। ইতিমধ্যেই রাজ্যের বেশকিছু অঞ্চলে  তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে গিয়েছে। তবে এবার আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাস দিল, রাজ্যের বিভিন্ন প্রান্তে রয়েছে বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। হতে পারে শিলা বৃষ্টিও। চলুন জেনে নেওয়া যাক আগামী দিন গুলিতে কেমন থাকবে বাংলার আবহাওয়া?

টানা ৪ দিন বৃষ্টি
আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, বৃহস্পতিবার থেকে রবিবার, টানা চার দিন দক্ষিণবঙ্গের ১৫টি জেলাতেই বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে প্রথম তিন দিন কলকাতা, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে হলুদ সতর্কতা জারি হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি ১২টি জেলায় হলুদের পাশাপাশি কমলা সতর্কতাও জারি করা হয়েছে।  আবহাওয়া দফতর বলছে, মঙ্গল এবং বুধবার আকাশ পরিষ্কার থাকলেও বৃহস্পতিবার থেকে দক্ষিণের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের আকাশ একই রকম থাকবে। বৃহস্পতিবার দক্ষিণের পাঁচ জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। 

পারদ নামায় স্বস্তি
হাওয়া অফিস বলছে, আগামী পাঁচ দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দিনের তাপমাত্রা ২-৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।  দক্ষিণবঙ্গে বৃহস্পতি এবং শুক্রবার ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়া বইতে পারে। কোনও কোনও জেলায় তা ৫০-৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগেও বইতে পারে। চলতি সপ্তাহে দক্ষিণের জেলাগুলিতে কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগনায়। তবে রাতের তাপমাত্রায় আপাতত বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই।  বিপরীতমুখী দু’টি বাতাসের প্রবাহের মধ্যে বিপুল পরিমাণে জলীয় বাষ্পের আদান–প্রদানের দৌ‍লতে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের সব ক’টি জেলাতেই বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি হওয়ার অবস্থা ক্রমেই আরও বেশি করে তৈরি হচ্ছে। 

উত্তরবঙ্গেও বৃষ্টি
শুক্রবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।   উত্তরবঙ্গে দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।উত্তরের জেলাগুলিতে আগামী তিন দিন আবহাওয়ার বিশেষ কোনও পরিবর্তন হবে না। তবে তার পরে উত্তরবঙ্গে  দিনের তাপমাত্রা ২-৪ ডিগ্রি কমতে পারে।  মোটের উপর আগামী কয়েকদিনে তাপমাত্রার বিরাট কিছু বদল ঘটবে না উত্তরবঙ্গে।

Advertisement

কলকাতার আবহাওয়া
বুধবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। বৃহস্পতিবার থেকে আকাশ মেঘলা থাকবে শহরে। বৃহস্পতিবার থেকে আগামী কয়েক দিন কলকাতায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা বৃষ্টির জন্য সকালের দিকে কিছুটা মনোরম আবহাওয়া থাকতে পারে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা নামতে পারে, তবে খুব একটা পরিবর্তন হবে না। সামান্য অস্বস্তিকর আবহাওয়া দেখা যেতে পারে রাতের দিকে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি বেশি। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি বেশি।

 

Read more!
Advertisement
Advertisement