মার্চের গরমেই হাঁসফাঁস অবস্থা। এপ্রিল মে-তে কী অবস্থা হবে, এই ভেবেই আতঙ্কিত রাজ্যবাসী। তবে সপ্তাহের মাঝামাঝিই স্বস্তির খবর শোনাল আবহাওয়া দফতর। আজ থেকেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। চলুন জেনে নেওয়া যাক চলতি সপ্তাহের বাকি দিনগুলিতে কেমন থাকতে চলেছে বাংলার সমস্ত জেলার আবহাওয়া।
আজ থেকে ঝড়বৃষ্টির
আজ থেকে একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। শিলাবৃষ্টিও হতে পারে। কোনও কোনও জেলায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড়ও উঠবে। এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস বলছে, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বেশি ঢুকবে এবং বাতাসের গতি বৃষ্টির অনুকূল থাকবে। সেইকারণে ২০, ২১, ২২ মার্চ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। ২০ মার্চ বৃহস্পতিবার বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা। কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান ও হুগলিতে। সব জেলাতেই ৪০-৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় , বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। শুক্রবারও দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হবে। ২২ মার্চ শনিবার বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। কলকাতা-সহ বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি। ২৩মার্চ রবিবারও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। ২৪ মার্চ সোমবার দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা এই জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। ঝড়বৃষ্টির কারণে চলতি সপ্তাহে তাপমাত্রাও কিছুটা কমবে।
উত্তরবঙ্গেও বৃষ্টি
দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের সব জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার এবং শনিবার উত্তরের সব ক’টি জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। মালদহ, দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরে হাওয়ার বেগ বেশি হতে পারে। ২৩ মার্চ রবিবারও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পঙে।
কলকাতার আবহাওয়া
আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। বৃহস্পতিবার থেকে আগামী কয়েক দিন কলকাতায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ বিকেল বা রাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও ঝড়ের গতিবেগ বাড়বে শুক্রবার। শনিবারেও কলকাতাতে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে বিকেল ও সন্ধ্যের দিকে। হালকা বৃষ্টির জন্য সকালের দিকে কিছুটা মনোরম আবহাওয়া থাকতে পারে। দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা নামতে পারে, তবে খুব একটা পরিবর্তন হবে না। সামান্য অস্বস্তিকর আবহাওয়া দেখা যেতে পারে রাতের দিকে।
মৎস্যজীবীদের জন্য সতর্কতা
বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলার উপকূলে। সেই সঙ্গে বায়ুপ্রবাহ অনুকূল রয়েছে। ফলে ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্য জুড়ে। ফলে সপ্তাহের মাঝামাঝিই স্বস্তির বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ। এর ফলে গরম কিছুটা হলেও কমতে পারে। এদিকে মৎস্যজীবীদেরসতর্ক করা হয়েছে। ঝোড়ো হাওয়ার কারণে সমুদ্র উত্তাল হতে পারে। শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছেন আবহবিদেরা। ঝড়বৃষ্টির কারণে আগামী কয়েক দিনে রাজ্যের বিস্তীর্ণ এলাকায় ফসলের ক্ষতি হতে পারে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের ৩ ডিগ্রি বেশি। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি কম।