Advertisement

WB-Kolkata Weather Forecast: এই সপ্তাহে গরম বাড়বে কলকাতায়, বৃষ্টির সম্ভাবনা কি রয়েছে?

গত কয়েকদিনের বৃষ্টিতে চৈত্রের প্রথম সপ্তাহেই বাংলায় ফিরে এসেছে ঠান্ডার আমেজ। কলকাতা শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমে গিয়েছে স্বাভাবিকের থেকে অনেকটা নীচে। তবে আজ থেকে ফের বদলে যাবে আবহাওয়া। মার্চের শেষ সপ্তাহে পারদ চড়তে শুরু করবে। তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কেমন থাকবে আগামী কয়েকদিন বাংলার বিভিন্ন জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

সর্বোচ্চ তাপমাত্রা ৫ ডিগ্রি বাড়বেসর্বোচ্চ তাপমাত্রা ৫ ডিগ্রি বাড়বে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Mar 2025,
  • अपडेटेड 7:30 AM IST

গত কয়েকদিনের বৃষ্টিতে চৈত্রের প্রথম সপ্তাহেই বাংলায়  ফিরে এসেছে ঠান্ডার আমেজ। কলকাতা শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমে গিয়েছে স্বাভাবিকের থেকে অনেকটা নীচে। তবে আজ থেকে ফের বদলে যাবে আবহাওয়া। মার্চের শেষ সপ্তাহে পারদ চড়তে শুরু করবে। তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কেমন থাকবে আগামী কয়েকদিন বাংলার বিভিন্ন জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।

তাপমাত্রা ফের বাড়বে
সোমবার রাজ্যের সব জেলার আবহাওয়া মোটের ওপর থাকবে শুষ্ক । তবে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । যদিও, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই । হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকে পরবর্তী তিনদিনে  ধীরে ধীরে বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা ৷ হাওয়া অফিসের কথায়, সর্বোচ্চ তাপমাত্রা ৩-৫ ডিগ্রি সেলসিয়াস বাড়ার সম্ভাবনা রয়েছে ৷

উত্তরবঙ্গেও আবহাওয়ার বদল
নতুন সপ্তাহের প্রথম থেকে অর্থাৎ সোমবার থেকে আবহাওয়ার বদল চোখে পড়তে পারে উত্তরবঙ্গেও। বৃষ্টির জেরে জেলায়-জেলায় তাপমাত্রা  খানিকটা কমেছে। তবে  সোমবার থেকে সর্বোচ্চ তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস করে বাড়বে সেখানেও।  বৃষ্টির জেরে গরমের হাত থেকে রেহাই মিললেও নতুন সপ্তাহের মাঝামাঝি ফের চড়বে পারদ। সপ্তাহান্তে ৩৫ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে সর্বোচ্চ তাপমাত্রা।

কলকাতার পরিস্থিতি
বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পশ্চিমবঙ্গের উপকূল হয়ে স্থলভাগে ঢুকছিল। পাশাপাশি অসম-সহ বিভিন্ন দিকে সক্রিয় ছিল অক্ষরেখা। সেই কারণেই রাজ্য জুড়ে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে আপাতত সেই সম্ভাবনা কেটে গিয়েছে। আবার তাপমাত্রা বৃদ্ধি পেতে চলেছে কলকাতায়। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি ,সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৫.৩ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৩.৫ ডিগ্রি সেলসিয়াস কম। তবে আজ থেকে ফের পারদ ঊর্ধ্বমুখী হতে শুরু করবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।

Advertisement

Read more!
Advertisement
Advertisement