বৃষ্টি মিটতেই বাড়তে শুরু করেছে কলকাতার তাপমাত্রা। চলতি সপ্তাহেই কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে আবার তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়ে রেখেছে আলিপুর আবহাওয়া দফতর। তেমন ভাবে শহরে আর বৃষ্টির সম্ভাবনা নেই। আবার হাঁসফাঁস গরমের পরিস্থিতি তৈরি হবে? আগামী দিনগুলিতে কেমন থাকবে বাংলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক সেই আপডেট।
৫ ডিগ্রি পর্যন্ত বাড়বে তাপমাত্রা
হাওয়া অফিস বলছে, আগামী ৩ দিনে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই সার্বিক ভাবে সর্বোচ্চ তাপমাত্রা ধীরে ধীরে ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে। অর্থাৎ, দিনের তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে ৩৫ ডিগ্রির গণ্ডি। ৩১ মার্চ পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আর বৃষ্টির সম্ভাবনা তেমন ভাবে নেই।
উত্তরবঙ্গেও পরিবর্তন
উত্তরবঙ্গেও আবহাওয়ার পরিবর্তন হয়েছে। আপাতত কয়েক দিন উত্তরের ৮ জেলাতে শুকনো আবহাওয়া থাকবে। তবে চলতি সপ্তাহে আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৩ জেলায়। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে আগামী শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। আগামী তিন দিনে উত্তরের জেলাগুলিতেও ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত পারদ চড়বে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। ২৮ মার্চ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও ৩১ মার্চ পর্যন্ত উত্তরবঙ্গে আর কোথাও বৃষ্টি হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
কলকাতার আবহাওয়া
আজ ২৫ মার্চ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। ৩০ মার্চের মধ্যে শহরের সর্বোচ্চ পারদ পার করতে পারতে ৩৫ ডিগ্রির গণ্ডি। । শহরের আকাশ মূলত মেঘহীন থাকবে। আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি কম। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২.১ ডিগ্রি কম।