Advertisement

Krishnanagar Murder Case: বাড়িতে ঢুকে স্কুলছাত্রীকে মাথায় গুলি করে মারল যুবক, প্রেমে অশান্তি? শিউরে উঠছে কৃষ্ণনগর

দিনেদুপুরে ভয়ঙ্কর ঘটনা কৃষ্ণনগরে। সোমবার দুপুরে আচমকা এক ছাত্রীর বাড়িতে ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্য়া করে এক ব্যক্তি। মুহূর্তে রক্তে ভেসে যায় চারদিক। দ্বাদশ শ্রেণির ওই ছাত্রীর মাথায় গুলি করা হয় বলে অভিযোগ৷ এই ঘটনায় ওই তরুণীর মৃত্যু হয়েছে।

কৃষ্ণনগরে বাড়িতে ঢুকে ছাত্রীকে গুলি করে খুন, নেপথ্যে প্রেমিক?কৃষ্ণনগরে বাড়িতে ঢুকে ছাত্রীকে গুলি করে খুন, নেপথ্যে প্রেমিক?
Aajtak Bangla
  • কৃষ্ণনগর,
  • 25 Aug 2025,
  • अपडेटेड 4:25 PM IST

দিনেদুপুরে ভয়ঙ্কর ঘটনা কৃষ্ণনগরে। সোমবার দুপুরে আচমকা এক  ছাত্রীর বাড়িতে ঢুকে  পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্য়া করে এক ব্যক্তি। মুহূর্তে রক্তে ভেসে যায় চারদিক।  দ্বাদশ শ্রেণির ওই ছাত্রীর মাথায় গুলি করা হয় বলে অভিযোগ৷ এই ঘটনায় ওই তরুণীর মৃত্যু হয়েছে। 

ঘটনাটি ঘটেছে  কৃষ্ণনগরের মানিকপাড়া এলাকায়। জানা যাচ্ছে নিহত ছাত্রীর নাম ইশিতা মল্লিক, বয়স ১৯ বছর। পরিবার-পরিজনের সামনে তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়। নিহতের বাড়ি একেবারে কৃষ্ণনগরের প্রাণকেন্দ্রে। তাঁর বাড়ির অদূরেই রয়েছে পুলিশ সুপারের অফিস। আর ঠিক সেখানেই এমন চাঞ্চল্যকর ঘটনা।

সোমবার দুপুরে কৃষ্ণনগর উইমেন্স কলেজের ঠিক উল্টো দিকে ঘটনাটি ঘটে। ওই তরুণীকে রক্তাক্ত অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। পুলিশ সূত্রে খবর, প্রেমঘটিত কারণে ঘটনাটি ঘটেছে। তাঁর সঙ্গে দেবরাজ সিং নামে এক যুবকের সম্পর্ক ছিল।  তারও বয়স ওই ২৩ থেকে ২৪-এর মধ্যে। সম্প্রতি তরুণী সেই সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে চাইছিলেন। সেই রাগে ঘরে ঢুকে তরুণীকে গুলি করে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। কৃষ্ণনগর পুলিশ জেলার সুপার কে অমরনাথ জানান, ‘মেয়েটির শরীরে দু’টি গুলির আঘাতের চিহ্ন রয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। অভিযুক্ত যুবক পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চলছে।’

নিহত তরুণীর পরিবার সূত্রে খবর, ঘটনার সময় বাড়িতেই ছিলেন তরুণীর মা এবং ভাই। তরুণীর মায়ের বয়ান অনুযায়ী, সোমবার দুপুরে একটি শব্দ পেয়ে তিনি ঘরের দিকে ছুটে যান। দেখেন, এক যুবক আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে ঘর থেকে ছুটে বেরিয়ে যাচ্ছেন। এর পরেই ঘরে গিয়ে মেয়ের রক্তাক্ত দেহ দেখতে পান তিনি। মৃত কিশোরীর দাদু জানিয়েছেন, ওই যুবকের বাড়ি উত্তর চব্বিশ পরগণার কাঁচরাপাড়ায়৷ স্থানীয় সূত্রে খবর, ওই ছাত্রী কৃষ্ণনগরে আসার আগে কাঁচরাপাড়াতেই থাকত৷ ফলে ওই যুবক ছাত্রীর পূর্ব পরিচিত বলেই সন্দেহ পুলিশের৷ সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখছে পুলিশ৷ আততায়ী যুবককে ধরতে আশেপাশের থানাগুলিকেও সতর্ক করেছে পুলিশ৷ শুরু হয়েছে নাকা তল্লাশিও৷

Advertisement

Read more!
Advertisement
Advertisement