Advertisement

Abhishek Banerjee Case In Court: '...নাম নিতে বলেছে জোর করে,' হাইকোর্টের রায় নিয়ে কী বলছেন অভিষেক?

কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় আজ হাইকোর্টে জোর ধাক্কা খেয়েছেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে ইডি ও সিবিআই জেরা করতে পারবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।

কলকাতা হাইকোর্ট ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কলকাতা হাইকোর্ট ও অভিষেক বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • আসানসোল,
  • 18 May 2023,
  • अपडेटेड 4:28 PM IST
  • অভিষেককে ইডি ও সিবিআই জেরা করতে পারবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা
  • একই সঙ্গে ২৫ লক্ষ টাকা জরিমানা করেছেন

কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় আজ হাইকোর্টে জোর ধাক্কা খেয়েছেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে ইডি ও সিবিআই জেরা করতে পারবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। এছাড়াও আদালতের সময় নষ্ট করার কারণে অভিষেককে ২৫ লক্ষ টাকা জরিমানাও করেছেন বিচারপতি। একই টাকা জরিমানা হয়েছে নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত জেলবন্দি কুন্তল ঘোষেরও। এদিকে এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারেন বলে জানালেন অভিষেক।

তৃণমূলে নব জোয়ার কর্মসূচিতে এই মুহূর্তে কলকাতার বাইরে রয়েছেন অভিষেক। হাইকোর্টের রায়ের বিষয়ে তিনি সংবাদমাধ্যমকে বলেন, 'আমাকে যদি কোনও মামলায় ডাকে, তবে দরকারে আমি জন সংযোগ যাত্রা থামিয়ে তদন্তকারী সংস্থার অফিসে যাব, তদন্তে পূর্ণ সহযোগিতা করব।' যদিও একই সঙ্গে ডায়মন্ড হারবারের সাংসদ বলেন, 'আমার কাছে ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টে যাওয়ার দরজা খোলা রয়েছে। সিঙ্গল বেঞ্চের অর্ডারের কপি পেলে ডিভিশন বেঞ্চে বা সুপ্রিম কোর্টে আপিল করতে পারি। আমার কাছে সেই রাস্তা খোলা আছে। যাব তো নিশ্চিত। কারণ সেটা আমার অধিকার।'

আরও পড়ুন

নাম না করে নারদ মামলায় শুভেন্দু অধিকারীকেও নিশানা করেছেন অভিষেক। তিনি বলেন, 'টিভির পর্দায় যাকে টাকা নিতে দেখা যায়, তাকে কেউ ডাকে না। কুন্তল ঘোষ বলেছে যে তদন্তকারী সংস্থা আমার নাম নিতে বলেছে জোর করেছে। কোনও তদন্তকারী সংস্থা ডাকলেই যাব। বিচার ব্যবস্থার ওপর আস্থা রয়েছে। হাইকোর্ট যা রায় দিয়েছে সেটা মাথা পেতে নিচ্ছি। আমরা মাথা উঁচু করে থাকি। যদি কেউ ভাবে তৃণমূলের নব জোয়ার কর্মসূচি ভেস্তে দেবে সেটা ভুল ভাবনা। দুর্নীতে যুক্ত প্রমাণ করতে পারলে আমার পিছনে ইডি, সিবিআই লাগাতে হবে না। নিজেই ফাঁসির মঞ্চে যাব।'

Advertisement
Read more!
Advertisement
Advertisement