Advertisement

Landslide: হুড়মুড়িয়ে ধস নামল বীরভূমের খাদানে, মৃত্যু ৫ শ্রমিকের, আহত অনেকে

পাথর খাদানে মর্মান্তিক পরিণতি। নলহাটিতে পাথর খাদানে চাপা পড়ে মারা গেলেন ৫ শ্রমিক। আহত আরও ৪। চিকিৎসার জন্য তাদের রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে নলহাটি থানার পুলিশ (Nalati Police Station)। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার বাহাদুরপুর পাথর খাদানে।

খাদানে দুর্ঘটনাখাদানে দুর্ঘটনা
Aajtak Bangla
  • নলহাটি,
  • 12 Sep 2025,
  • अपडेटेड 5:38 PM IST

পাথর খাদানে মর্মান্তিক পরিণতি। নলহাটিতে পাথর খাদানে চাপা পড়ে মারা গেলেন ৫ শ্রমিক। আহত আরও ৪। চিকিৎসার জন্য তাদের রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে নলহাটি থানার পুলিশ (Nalati Police Station)। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার বাহাদুরপুর পাথর খাদানে।

কী ঘটেছে ওই খাদানে?
এদিন দুপুরে খাদান থেকে পাথর তোলার কাজ করছিলেন শ্রমিকরা। সেই সময়ই ঘটে যায় এই ঘটনা। পাথরে চাপা পড়ে যান ৯ শ্রমিক। যাদের মধ্যে ৫ জন ঘটনাস্থলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ধস নামার খবর সামনে আসতেই আশেপাশের খাদানের শ্রমিকরাও ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান। ৪ জন শ্রমিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। আর কোনও শ্রমিক পাথরে চাপা পড়ে আছেন কি না, পাথর সরিয়ে তা দেখা হচ্ছে।

খাদানের মালিক কে?
এই পাথর খাদানটি সরকারি না কোনও মালিকের সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। এই পাথর খাদানের (Stone Quarry) পাথর সরানোর সময় ওপর থেকে পাথর পড়ে গেলেই এই দুর্ঘটনা ঘটে। যারা মারা গিয়েছেন তাদের আত্মীয়-স্বজনদের খবর দিয়েছে প্রশাসন। যে শ্রমিক গুরুতর আহত হয়েছে তাকে এই মুহূর্তে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। তবে ওই পাথর খাদানে যে পাথর উপর থেকে গড়িয়ে পড়েছে তার তলায় আরও শ্রমিক চাপা পড়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। 

সে কারণেই জারি রয়েছে উদ্ধারকাজ। ধ্বস নামার দরুন শ্রমিকদের হাতে পায়ে গুরুতর আঘাত লাগে। কেন হঠাৎ এই ধ্বস নামল তা তদন্ত সাপেক্ষ। এই ঘটনায় ওই খাদানে কাজকর্ম বন্ধ রয়েছে। শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়েছে। নলহাটির বাহাদুরপুরে (Bahadurpur) পাথরের খাদানে ড্রিল করার সময়ে আচমকাই ধ্বস।

Read more!
Advertisement
Advertisement