Advertisement

Maha Kumbh Stamped: মহাকুম্ভে পদপিষ্টে মৃত শালবনির বৃদ্ধা, পরিবার বলছেন, 'প্রথমে শুনলাম হারিয়ে গিয়েছে'

Maha Kumbh 2025: মৌনী অমাবস্যায় অমৃত স্নান করে পুণ্য অর্জনের জন্য গত সোমবার মহাকুম্ভে গিয়েছিলেন ৭৮ বছরের বৃদ্ধা ঊর্মিলা ভুঁইয়া। তাঁর সঙ্গে গিয়েছিলেন মেয়ে-জামাই, বউমা ও নাতনি। মঙ্গলবার মধ্যরাতে সঙ্গমে স্নানের জন্য বের হন।

মহাকুম্ভে পদপিষ্টে মৃত্যুমহাকুম্ভে পদপিষ্টে মৃত্যু
Aajtak Bangla
  • শালবনি,
  • 30 Jan 2025,
  • अपडेटेड 1:29 PM IST
  • মৃতদের তালিকায় রয়েছেন শালবনির ঊর্মিলা ভুঁইয়া
  • এই খবর শুনব কোনওদিনই আশা করিনি
  • কুম্ভে ভিড় নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ

প্রয়াগরাজে মৌনী অমাবস্যার অমৃত স্নানে ভিড়ে হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ার ঘটনায় ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এখনও নিখোঁজ অনেকে। মৃতদের তালিকায় বাংলা থেকেও একাধিক তীর্থযাত্রী রয়েছেন। এবার পশ্চিম মেদিনীপুরের শালবনির এক বৃদ্ধার মৃত্যুর খবর। মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় মৃতদের তালিকায় রয়েছেন শালবনির ঊর্মিলা ভুঁইয়া। 

মৃতদের তালিকায় রয়েছেন শালবনির ঊর্মিলা ভুঁইয়া

মৌনী অমাবস্যায় অমৃত স্নান করে পুণ্য অর্জনের জন্য গত সোমবার মহাকুম্ভে গিয়েছিলেন ৭৮ বছরের বৃদ্ধা ঊর্মিলা ভুঁইয়া। তাঁর সঙ্গে গিয়েছিলেন মেয়ে-জামাই, বউমা ও নাতনি। মঙ্গলবার মধ্যরাতে সঙ্গমে স্নানের জন্য বের হন। রাত দুটো নাগাদ সঙ্গমের ঘাটে ব্যাপক ভিড়ে শুরু হুড়োহুড়ি। ব্যারিকেড ভেঙে যেতেই শুরু হয়ে যায় পদপিষ্ট হওয়ার ঘটনা। লক্ষ লক্ষ মানুষের ভিড়ে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে এখনও পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে উত্তর প্রদেশ সরকার। বহু মানুষ এখনও নিখোঁজ। মৃতদের তালিকায় রয়েছেন শালবনির ঊর্মিলা ভুঁইয়া। 

এই খবর শুনব কোনওদিনই আশা করিনি

ঊর্মিলা ভুঁইয়ার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের গোদাপিয়াশাল সংলগ্ন কাছারি রোড এলাকায়। ঊর্মিলা ভুঁইয়ার পুত্রবধূ অম্বিকা ভূঁইয়া জানা বলেন, 'ফোন করে যখন আমরা খোঁজ নিচ্ছিলাম তখন বলল হারিয়ে গেছে পাওয়া যাচ্ছে না। পরে ওরা বলল পাওয়া গিয়েছে কিন্তু সে আর বেঁচে নেই। এই খবর শুনব কোনওদিনই আশা করিনি। ওনারও কপাল খারাপ আর আমাদেরও দুর্ভাগ্য। ওইখানের পুলিশও আমাদের সঙ্গে ফোনে কথা বলেছে, পাশাপাশি নবান্নার থেকেও যোগাযোগ করা হয়েছে।'

কুম্ভে ভিড় নিয়ন্ত্রণে একাধিক পদক্ষেপ

প্রয়াগরাজে মহাকুম্ভে পদপিষ্টের ঘটনা ও বহু মৃত্যুর পর আরও কড়া পদক্ষেপ করেছে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশাসন। গোটা কুম্ভমেলা এলাকাকে নো-ভেহিকল জোন ঘোষণা করা হয়েছে। অর্থাত্‍ কোনও গাড়ি ঢুকতে পারবে না। এছাড়াও বাতিল করা হল VVIP পাসও। প্রশাসনের বক্তব্য এই সব পদক্ষেপে মহাকুম্ভে ভিড় নিয়ন্ত্রণ করা যাবে। তাতে তীর্থযাত্রীরাও নিরাপদ থাকবেন। প্রশাসনের নির্দেশনা মেনে যে কোনও ধরনের বিশৃঙ্খলা এড়াতে সহযোগিতা করার জন্য ভক্তদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Advertisement

মহাকুম্ভে যে বড় পরিবর্তন হল--

১. মেলা এলাকাটি সম্পূর্ণ নো-ভেহিকল জোন, অর্থাত্‍ সব ধরনের যানবাহনের প্রবেশ নিষিদ্ধ।

২. ভিভিআইপি পাস বাতিল - বিশেষ পাস দিয়ে যানবাহন প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

৩. রাস্তাগুলি একমুখী করা হয়েছে - ভক্তদের সহজে চলাচলের জন্য একমুখী সড়ক ব্যবস্থা কার্যকর করা হয়েছে।

৪. যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা - প্রয়াগরাজ সংলগ্ন জেলাগুলি থেকে আসা যানবাহনগুলি জেলার সীমান্তে বন্ধ করা হচ্ছে। ফেব্রুয়ারি পর্যন্ত কঠোর নিষেধাজ্ঞা - শহরে চার চাকার প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা থাকবে।

Read more!
Advertisement
Advertisement