বাঁকুড়ার ওন্দা স্টেশনের কাছে ট্রেন দুর্ঘটনার প্রভাব পড়ল দক্ষিণ-পূর্ব রেলের ট্রেন চলাচলে। বেশ কয়েকটি প্যাসেঞ্জার ট্রেন, এক্সপ্রেস ও দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। বাতিলের তালিকায় রয়েছে-পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস, আসানসোল-দিঘা এক্সপ্রেস, আদ্রা-খড়গপুর এক্সপ্রেস, বিষ্ণুপুর-আদ্রা এক্সপ্রেস, বিষ্ণুপুর-ধানবাদ প্যাসেঞ্জার, খড়গপুর-আসানসোল এক্সপ্রেস, সাঁতরাগাছি-পুরুলিয়া এক্সপ্রেস, আদ্রা-আসানসোল এক্সপ্রেস, আসানসোল-টাটানগর মেমু-সহ একাধিক ট্রেন।
দিল্লি অনন্তবিহার-পুরী এক্সপ্রেস, পোরবন্দর-সাঁতরাগাছি এক্সপ্রেস, রাঁচি-হাওড়া এক্সপ্রেসকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। আগেই যাত্রাপথ শেষ করবে হাওড়া আদ্রা এক্সপ্রেস ও খড়গপুর রাঁচি এক্সপ্রেস।
আজ ভোর ৪টে নাগাদ বাঁকুড়ার ওন্দায় লুপ লাইনে দুটি মালগাড়ির সংঘর্ষ হয়। একটি ইঞ্জিন-সহ দুটি মালগাড়ির ১২টি বগি লাইনচ্যুত হয়। একজন চালক আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত প্ল্যাটফর্ম ও সিগন্যাল রুম। ওন্দা স্টেশনের কাছে লুপ লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়ির পিছনে ধাক্কা মারে বাঁকুড়ার দিক থেকে আসা আরেকটি মালগাড়ি। স্থানীয়রাই চালকদের উদ্ধার করেন। রেল আধিকারিকদের মতে, দুটি মালগাড়িই খালি ছিল। দুর্ঘটনার কারণ কী এবং কীভাবে দুটি ট্রেনের সংঘর্ষ হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
দুর্ঘটনার পরেই লাইন মেরামতের কাজ জোর কদমে শুরু হয়। রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে যান। লাইন মেরামতির পরে ফের ট্রেন চলাচল শুরু হয় আদ্রা-মেদিনীপুর লাইনে। হাওড়া-চক্রধরপুর এক্সপ্রেস ৮টা ৩৫ মিনিটে গিয়েছে লাইন দিয়ে।