Advertisement

আবার নিউটাউনে টার্গেট নাবালিকা, ফাঁকা বাড়িতে রং মিস্ত্রির বিকৃত লালসার শিকার, গ্রেফতার

আবারও শ্লীলতাহানির অভিযোগ। এবার ঘটনাটি ঘটেছে রাজারহাটে। ৯ বছরের এক নাবালিকাকে শ্লীলতাহানি করার অভিযোগ রং মিস্ত্রির বিরুদ্ধে। ইতিমধ্যেই কওসার আলি নামে বছর ৩২-র ওই যুবককে গ্রেফতার করেছে ইকোপার্ক থানার পুলিশ।

আবার নিউটাউনে টার্গেট নাবালিকা, ফাঁকা বাড়িতে রংমিস্ত্রির বিকৃত লালসার শিকার, গ্রেফতারআবার নিউটাউনে টার্গেট নাবালিকা, ফাঁকা বাড়িতে রংমিস্ত্রির বিকৃত লালসার শিকার, গ্রেফতার
অহনা চট্টোপাধ্যায়
  • নিউটাউন,
  • 27 Feb 2025,
  • अपडेटेड 4:27 PM IST
  • বৃহস্পতিবার অভিযুক্তকে বারাসত আদালতে তুলে নিজেদের হেফাজতে চায় পুলিশ
  • ইকোপার্ক থানার যাত্রাগাছি ঘুনি এলাকার বাসিন্দা বাপি

আবারও শ্লীলতাহানির অভিযোগ। এবার ঘটনাটি ঘটেছে রাজারহাটে। ৯ বছরের এক নাবালিকাকে শ্লীলতাহানি করার অভিযোগ রং মিস্ত্রির বিরুদ্ধে। ইতিমধ্যেই কওসার আলি নামে বছর ৩২-র ওই যুবককে গ্রেফতার করেছে ইকোপার্ক থানার পুলিশ। তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। বৃহস্পতিবার অভিযুক্তকে বারাসত আদালতে তুলে নিজেদের হেফাজতে চায় পুলিশ।

নিউটাউনের জ্যাংড়া গ্রাম পঞ্চায়েত ঘুনি টিয়া বাগানপাড়ায় একটি বাড়িতে রঙের কাজ করছিল কওসার আলি ওরফে বাপি। ইকোপার্ক থানার যাত্রাগাছি ঘুনি এলাকার বাসিন্দা সে। বুধবার সকালেও সে কাজে গেছিল। নীচের ঘরে রঙের কাজ করছিল সে। সেই সময় নাবালিকা ছাড়া বেশিরভাগ লোকজন বাড়িতে ছিলেন না। তখন নির্জন বাড়ির সুযোগ পেয়ে নাবালিকাকে নানা প্রলোভন দেখিয়ে বাড়ির চারতলার ঘরে ডেকে নিয়ে যায় বাপি। অভিযোগ, সেখানেই নাবালিকার শ্লীলতাহানি করে। দুপুরের দিকে পরিবারের সদস্যরা বাড়ি ফিরে এলে কান্নাকাটি জুড়ে দেয় নির্যাতিতা। এরপর সব ঘটনা খুলে বলে।

এরপর নাবালিকার পরিবারের তরফে অভিযুক্ত রঙ মিস্ত্রি বাপির বিরুদ্ধে ইকোপার্ক থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার অভিযুক্তকে বারাসত আদালতে তোলা হয়। তাকে হেফাজতে চেয়েছে পুলিশ।

আরও পড়ুন

সংবাদদাতা- অরিন্দম ভট্টাচার্য

Read more!
Advertisement
Advertisement