Suvendu Adhikary 2025: ওয়াকফ (সংশোধনী) আইনকে কেন্দ্র করে রাজ্যের মুর্শিদাবাদ জেলায় রেল সম্পত্তি ভাঙচুরের ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানালেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার তিনি এই ঘটনার তদন্ত ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (NIA)-র হাতে তুলে দেওয়ার দাবি জানালেন।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে পাঠানো এক চিঠিতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী উল্লেখ করেন, মুর্শিদাবাদের একাধিক রেল স্টেশনে সহিংস বিক্ষোভকারীরা ভাঙচুর চালিয়েছে, যার পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন। সেই তদন্ত যেন NIA-এর হাতে দেওয়া হয়, এমনটাই তার অনুরোধ।
চিঠিতে তিনি লেখেন, “এই সহিংসতার প্রেক্ষাপটে এবং মুর্শিদাবাদ জেলা বাংলাদেশ সীমান্তবর্তী হওয়ায়, জাতীয় নিরাপত্তার দিক থেকে এই ঘটনার তদন্ত NIA-র মতো সংস্থার হাতেই থাকা উচিত।”
তিনি আরও বলেন, “এই তদন্তের মাধ্যমে মূল ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা সম্ভব হবে এবং ভবিষ্যতের জন্য সাবধানতা অবলম্বন করা যাবে।”
শুক্রবার নিউ ফরাক্কা-আজিমগঞ্জ শাখায় ধুলিয়ানডাঙা ও নিমতিতা স্টেশনের মাঝে বিপুল সংখ্যক লোক রেললাইন অবরোধ ও ভাঙচুর করে। এর ফলে প্রায় ছয় ঘণ্টা ধরে ট্রেন চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়। পশ্চিমবঙ্গ পুলিশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল (আইন-শৃঙ্খলা) জাভেদ শামীম জানিয়েছেন, এপর্যন্ত ১১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। সহিংসতা নিয়ন্ত্রণে আনতে পুলিশ চার রাউন্ড গুলি চালায়, যার ফলে দু'জন আহত হয়েছেন।
এদিকে, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও মুর্শিদাবাদে ঘটে যাওয়া সহিংসতার তদন্ত NIA-এর হাতে তুলে দেওয়ার দাবি জানান। তিনি বলেন, “এই ঘটনায় বাংলাদেশের কিছু মানুষের জড়িত থাকার প্রমাণ রয়েছে। সুষ্ঠু তদন্তের জন্য NIA-র হাতে বিষয়টি দেওয়া অত্যন্ত জরুরি।”