
ভোটের আগে ফের জাল নোট উদ্ধার রাজ্যে। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালায় পুলিশ। শুক্রবার, ২৩ জানুয়ারি সুতি থানার পুলিশ লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে দুই যুবককে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে এক লক্ষ টাকার জাল নোট মেলে।
ধৃতরা হল মোরিফুল রহমান (২০) ও রাজা মোমিন (২০)। পুলিশ সূত্রে জানা যায়, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযানে নেমে লক্ষ্মীপুর এলাকা থেকে ওই দু’জনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার হয়।
এই ঘটনায় সুতি থানায় একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়। ধৃতদের ১০ দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে আদালতে পাঠায় পুলিশ। এই ভুয়ো নোট চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃত দুজনেরই বাড়ি মুর্শিদাবাদের সুতি থানার সুলতানপুরে।
সাংবাদিক: সব্যসাচী বন্দ্যোপাধ্যায়