Advertisement

Murshidabad Violence Latest: মুর্শিদাবাদে অশান্তি নিয়ন্ত্রণে: গ্রেফতার ২৮৯, এখনও ঘরছাড়া ২০০ পরিবার

Murshidabad Violence Latest: মুর্শিদাবাদের শমসেরগঞ্জ-সুতি এলাকায় ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। অশান্তি মোকাবিলায় জ়িরো টলারেন্স নীতি নিচ্ছে পুলিশ, গ্রেফতার ২৮৯। ঘরে ফিরেছেন ১০০ পরিবার, এখনও ঘরছাড়া ২০০ পরিবার।

মুর্শিদাবাদে অশান্তি নিয়ন্ত্রণে: গ্রেফতার ২৮৯, এখনও ঘরছাড়া ২০০ পরিবার মুর্শিদাবাদে অশান্তি নিয়ন্ত্রণে: গ্রেফতার ২৮৯, এখনও ঘরছাড়া ২০০ পরিবার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Apr 2025,
  • अपडेटेड 11:12 PM IST

Murshidabad Violence Latest: মুর্শিদাবাদ জেলার অশান্তিপূর্ণ অঞ্চল শমসেরগঞ্জ এবং সুতিতে ক্রমশ স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। ধীরে ধীরে ছন্দে ফিরছে এলাকা। রবিবার এক সাংবাদিক বৈঠকে জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানান, "আমরা জ়িরো টলারেন্স নীতি মেনে অশান্তি রুখতে তৎপর।"

তিনি বলেন, গত ক’দিনে নতুন করে কোনও বড় অশান্তির খবর নেই, তবে শনিবার পর্যন্ত মোট ১৩৮টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে শুধুমাত্র শনিবারই নতুন করে ১৪টি মামলা রুজু হয়েছে। এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে মোট ২৮৯ জনকে, যারা সরাসরি অশান্তির সঙ্গে জড়িত।

এসপির দাবি, সাধারণ মানুষের মধ্যে আস্থা ফিরছে। ইতিমধ্যে প্রায় ১০০টি পরিবার ঘরে ফিরেছে। প্রশাসন আশা করছে, আরও অনেকে শীঘ্রই ফিরে আসবে। জাফরাবাদ সহ আশপাশের এলাকায় তিনটি পুলিশ ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং টহলদারি অব্যাহত রয়েছে। তবে প্রশাসনিক সূত্রের খবর অনুযায়ী, এখনও প্রায় ২০০টি পরিবার ঘরছাড়া।

আরও পড়ুন

এদিকে এই ঘটনার তদন্তে রাজ্য পুলিশের পক্ষ থেকে একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে। ফরেন্সিক ও তদন্তকারী আধিকারিকেরা ঘটনাস্থল থেকে একাধিক প্রমাণ সংগ্রহ করছেন।

 

Read more!
Advertisement
Advertisement