Advertisement

Nadia Crime: নদিয়ায় মর্মান্তিক ঘটনা, ঘুম থেকে তুলে যুবককে চ্যালা কাঠ দিয়ে পিটিয়ে খুন

সোমবার গভীর রাতে ঘুমন্ত অবস্থায় বাড়ি থেকে দেবাশিসকে তুলে নিয়ে যায় তুহিন ও গণেশ। এরপর এলাকার বাইরে একটি নির্জন জায়গায় গিয়ে কাঠের চ্যালা দিয়ে বেধড়ক মারধর করা হয় তাঁকে।

নদিয়ায় পিটিয়ে খুননদিয়ায় পিটিয়ে খুন
Aajtak Bangla
  • নদিয়া,
  • 22 Jul 2025,
  • अपडेटेड 3:44 PM IST
  • কাঠের চ্যালা দিয়ে বেধড়ক মারধর
  • পরিকল্পনা করেই খুন করেছে
  • দীর্ঘদিন ধরেই এলাকায় মদের আসর

ঘুম থেকে তুলে নিয়ে যুবককে চ্যালা কাঠ দিয়ে পিটিয়ে খুন করল প্রতিবেশী দুই যুবক। ঘটনাটি ঘটেছে নদিয়ার ভীমপুরে। মৃত যুবকের নাম দেবাশিস মণ্ডল। ভীমপুর থানার গাটড়া জামতলা পাড়ায় গভীর রাতে স্থানীয় দুই যুবকের বিরুদ্ধে এক প্রতিবেশী যুবককে ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে গিয়ে কাঠের চ্যালা দিয়ে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে।

কাঠের চ্যালা দিয়ে বেধড়ক মারধর

জানা গেছে, রবিবার রাতে এলাকার কয়েকজন যুবক মিলে মদের আসর বসিয়েছিল। সেই আসরে দেবাশিস, তুহিন এবং গণেশও ছিল। স্থানীয়দের দাবি, সেখানেই কথাকাটাকাটি ও বচসা বাঁধে। পরদিন অর্থাৎ সোমবার গভীর রাতে ঘুমন্ত অবস্থায় বাড়ি থেকে দেবাশিসকে তুলে নিয়ে যায় তুহিন ও গণেশ। এরপর এলাকার বাইরে একটি নির্জন জায়গায় গিয়ে কাঠের চ্যালা দিয়ে বেধড়ক মারধর করা হয় তাঁকে। গুরুতর জখম অবস্থায় ফেলে রেখে চলে যায় অভিযুক্তরা। পরে স্থানীয়রা ও পরিবারের লোকজন দেবাশিসকে উদ্ধার করে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

পরিকল্পনা করেই খুন করেছে

দেবাশিসের স্ত্রীর অভিযোগ, তুহিন ও গণেশ মদ্যপ অবস্থায় পরিকল্পনা করেই খুন করেছে। ঘটনার খবর পেয়ে রাতেই ভীমপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়। ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে। অপর অভিযুক্ত এখনও পলাতক।

দীর্ঘদিন ধরেই এলাকায় মদের আসর

মঙ্গলবার অভিযুক্ত তুহিন হালদারকে আদালতে পাঠায় ভীমপুর থানার পুলিশ। এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, দীর্ঘদিন ধরেই এলাকায় মদের আসর বসছে। বারবার অভিযোগ করেও কোনও লাভ হয়নি। পুলিশের তরফে জানানো হয়েছে, তদন্ত চলছে এবং দোষীদের কঠোর শাস্তি হবে।

Read more!
Advertisement
Advertisement