Advertisement

Nanur College: ছাত্রীরা নাচছে-টাকা ওড়াচ্ছে ছাত্ররা, নানুর কলেজের নবীনবরণের ভিডিও ভাইরাল

তৃণমূল ছাত্র পরিষদ আয়োজিত কলেজের নবীনবরণ উৎসবে ছাত্রীদের উদ্দাম নৃত্য, আর টাকা ওড়াচ্ছে ছাত্ররা ৷ উদ্দাম নৃত্যে অংশ নিতে দেখা গেল বহিরাগতদেরও। বীরভূমের নানুরের চণ্ডীদাস কলেজের এই ভিডিও ইতিমধ্যে ভাইরাল ৷

ছাত্রীরা নাচছে-টাকা ওড়াচ্ছে ছাত্ররা, নানুর কলেজের নবীনবরণের ভিডিও ভাইরালছাত্রীরা নাচছে-টাকা ওড়াচ্ছে ছাত্ররা, নানুর কলেজের নবীনবরণের ভিডিও ভাইরাল
স্বপন কুমার মুখার্জি
  • নানুর,
  • 10 Nov 2024,
  • अपडेटेड 3:10 PM IST
  • নানুরের এই কলেজের নবীনবরণের একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে
  • তৃণমূল ছাত্র পরিষদের আয়োজিত নবীন বরণে দেখা যাচ্ছে ছাত্রছাত্রীদের উদ্যাম নৃত্য

তৃণমূল ছাত্র পরিষদ আয়োজিত কলেজের নবীনবরণ উৎসবে ছাত্রীদের উদ্দাম নৃত্য, আর টাকা ওড়াচ্ছে ছাত্ররা ৷ উদ্দাম নৃত্যে অংশ নিতে দেখা গেল বহিরাগতদেরও। বীরভূমের নানুরের চণ্ডীদাস কলেজের এই ভিডিও ইতিমধ্যে ভাইরাল ৷ যা নিয়ে নিন্দার ঝড় উঠেছে ৷ কলেজে এই অপসংস্কৃতির বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরাও। বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতরও।

নানুরের এই কলেজের নবীনবরণের একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের আয়োজিত নবীন বরণে দেখা যাচ্ছে ছাত্রছাত্রীদের উদ্যাম নৃত্য ৷ আর ছাত্রীদের লক্ষ্য করে টাকা ওড়াচ্ছে ছাত্রদেরই একাংশ ৷ এমনকি, ছাত্রীদের সঙ্গে বহিরাগতরাও নাচ করছেন৷ জানা গিয়েছে, বহিরাগতরা হল স্থানীয় তৃণমূলের কর্মীরা। এই নৃত্যের ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড় উঠেছে সর্বত্র ৷ অপসংস্কৃতি নিয়ে সরব হয়েছেন বিরোধীরাও। ঘটনার কথা কার্যত স্বীকার করে নিয়েছে ওই কলেজের অধ্যক্ষ শেখ আতাউর রহমান। তিনি বলেন, 'নবীনবরণ ছিল, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল ৷ তারপর যা ঘটেছে পুরোটাই আমার অজান্তে ৷ তবে আমরা সচেতন, আর এই ধরনের ঘটনা ঘটবে না সেটা কথা দিচ্ছি৷'

কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি মিলটন রশিদ বলেন, 'ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ শেষ করে দিচ্ছে তৃণমূল। কলেজের নাম কলুষিত করছে। বহিরাগতরা ঢুকে ছাত্রীদের সঙ্গে নাচ করছে ৷ ছাত্রীদের নিরাপত্তা কোথায়? এ কোন রাজ্য, সংস্কৃতি ধ্বংসকারী দল তৃণমূল-কংগ্রেস।'

আরও পড়ুন

বোলপুরের বিজেপি নেতা শিশির দাস বলেন, 'শিক্ষার মান আর নেই এ রাজ্যে ৷ চাকরি পাচ্ছে না দেখছেন না ৷ তাই এরা দেখছে TMC-র আমলে পড়াশোনা করে কিছু হবে না। টাকা উড়ছে, টাকা উড়তে বারে বা ক্লাবে দেখা যায় ৷ আর এখানে কলেজে টাকা উড়ছে ৷ কলেজটা পানশালায় পরিণত হয়েছে।'

সংবাদদাতাঃ শান্তনু হাজরা

Read more!
Advertisement
Advertisement