Advertisement

দুটো চোখ জ্বল জ্বল করছে, বাংলাদেশ সীমান্তে রাত হলেই ওটা কী ঘুরছে?

রাত হলেই ওটা কী ঘুরছে এলাকায়? দুটো চোখ জ্বলছে। তার সঙ্গে চড়াচ্ছে চাঞ্চল্য। নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অজানা জন্তুকে ঘিরে চাঞ্চল্য। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওটা নীলগাই।

দুটো চোখ জ্বল জ্বল করছে, বাংলাদেশ সীমান্তে রাত হলেই ওটা কী ঘুরছে?দুটো চোখ জ্বল জ্বল করছে, বাংলাদেশ সীমান্তে রাত হলেই ওটা কী ঘুরছে?
সায়ন নস্কর
  • নদিয়া,
  • 02 Mar 2025,
  • अपडेटेड 1:51 PM IST
  • অজানা এই জন্তু ঠিক কোথা থেকে এল তা নিয়ে রীতিমত চিন্তিত সকলে
  • এই জন্তু বন দফতরের হাতে ধরা পড়েনি

রাত হলেই ওটা কী ঘুরছে এলাকায়? দুটো  চোখ জ্বলছে। তার সঙ্গে চড়াচ্ছে চাঞ্চল্য। নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অজানা জন্তুকে ঘিরে চাঞ্চল্য। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ওটা নীলগাই। স্থানীয় সূত্রে খবর শুক্রবার হঠাৎই নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গেদে উত্তর পাড়ায় দেখা মিলেছে নীলগাইয়ের মত দেখতে অজানা এক প্রাণী। আর যা ঘিরে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকা চত্বরে।

অজানা এই জন্তু মানুষের ক্ষতি এবং ফসলের ক্ষতি করতে পারে বলে স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা। এই জন্তু দেখবার পরেই খবর দেওয়া হয় বন দফতরে। ইতিমধ্যেই বন দফতররে কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে জন্তুটিকে শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।

অজানা এই জন্তু ঠিক কোথা থেকে এল তা নিয়ে রীতিমত চিন্তিত সকলে। যেহেতু ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা হওয়ায় এটা কি পাচারের উদ্দেশ্যেই নিয়ে আসা হয়েছিল কি না তা নিয়েও অনেকে মত পোষণ করেছেন। বাংলাদেশের এই কঠিন পরিস্থিতির মধ্যে নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় এইরকম নীলগাই প্রজাতির জন্তুকে ঘিরে রীতিমতো সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন

সীমান্তবর্তী এলাকায় এই অজানা জন্তু ঘিরে একদিকে যেমন সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক, অন্যদিকে এই অজানা জন্তু থেকে দেখতে স্থানীয় মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। যদিও এখনও পর্যন্ত এই জন্তু বন দফতরের হাতে ধরা পড়েনি।

Read more!
Advertisement
Advertisement