Advertisement

Murshidabad Fake Notes: চলছিল হাতবদলের চেষ্টা, মুর্শিদাবাদে জালনোট-সহ গ্রেফতার যুবক

মোট ২৩ হাজার ৫০০ টাকা মূল্যের জালনোট উদ্ধার হয় ওই ব্যক্তির কাছ থেকে। তারপরে ওই যুবককে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, ওই জাল নোটগুলির হাতবদল করার উদ্দেশ্য ছিল।

মুর্শিদাবাদে জালনোট-সহ গ্রেফতার যুবকমুর্শিদাবাদে জালনোট-সহ গ্রেফতার যুবক
প্রীতম ব্যানার্জী
  • মুর্শিদাবাদ,
  • 21 Oct 2025,
  • अपडेटेड 5:50 PM IST

রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা মুর্শিদাবাদ। একদিকে যেমন রাজনৈতিক দিক থেকে এই জেলার বিশেষ গুরুত্ব রয়েছে, অন্যদিকে তেমনই এই জেলায় মাঝেমধ্যেই এমন কিছু ঘটনা ঘটে যায়, যা কার্যত তোলপাড় ফেলে দেয় বিভিন্নমহলে। উঠে আসে সংবাদ শিরোনামে। এবার ফের একবার চর্চায় মুর্শিদাবাদ। জাল টাকা-সহ মুর্শিদাবাদের হরিহরপাড়ায় গ্রেফতার এক যুবক। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতে মুর্শিদাবাদের হরিহরপাড়া হাট সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযান চালানোর সময় এক যুবককে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় পুলিশ কর্মীদের। এরপর ওই যুবককে আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ৪৭টি ৫০০ টাকার জালনোট। 

মোট ২৩ হাজার ৫০০ টাকা মূল্যের জালনোট উদ্ধার হয় ওই ব্যক্তির কাছ থেকে। তারপরে ওই যুবককে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, ওই জাল নোটগুলির হাতবদল করার উদ্দেশ্য ছিল। জানা গিয়েছে, ধৃত যুবকের নাম ভুট্টু শেখ। বাড়ি হরিহরপাড়ার তরতিপুর এলাকায়। উল্লেখ্যে, আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে এই পরিমাণ জালনোট উদ্ধারে খুব স্বাভাবিকভাবেই ছড়িয়েছে চাঞ্চল্য। এক্ষেত্রে ভুট্টু শেখ ওই জাল নোটা কোথা থেকে নিয়ে আসছিল, বা কোথায় পাচার করার চেষ্টা করছিল, কিংবা এই চক্রে আরও কারা জড়িত, তা জানার চেষ্টা করছে পুলিশ।

ভুট্টু শেখকে সোমবার বহরমপুর জেলা আদালতে হাজির করানো হয়।  জালনোট পাচারকাণ্ডে অন্য কেউ যুক্ত কি না, তা জানার চেষ্টা চলছে। জেলায় জালনোট পাচার রুখতে ইতিমধ্যে গোয়েন্দা বিভাগকে সক্রিয় করা হয়েছে।

রিপোর্টার-সব্যসাচী বন্দ্যোপাধ্যায়

Read more!
Advertisement
Advertisement