নতুন ট্রেন! কাটোয়া-বর্ধমান শাখায় আরও একজোড়া নতুন একজোড়া লোকাল ট্রেন চালু হচ্ছে। পূর্ব রেল বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়েছে। ২৩ অগাস্ট থেকেই এই নতুন লোকাল ট্রেন চালু হয়ে যাবে। রোজই যা চলবে। এতদিন কাটোয়া থেকে বর্ধমান যাওযার জন্য সকাল ৯টার পর বিকেল ৪টেয় ট্রেন ছিল। মাঝে কোনও ট্রেন ছিল না। মাঝের ওই সময়ে ট্রেন দেওয়ার দাবি দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছিলেন এলাকার বাসিন্দারা। এবার সেই দাবি পূরণ হতে চলেছে।
ট্রেনের টাইম টেবিল
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, কাটোয়া – বর্ধমান ইএমইউ স্পেশাল কাটোয়া থেকে দুপুর ১টা ৫০ মিনিটে ছাড়বে। বিকেল ৩টে ১০ মিনিটে বর্ধমানে পৌঁছবে। ৩৫০২৩ বর্ধমান – কাটোয়া ইএমইউ স্পেশাল বর্ধমান থেকে বিকেল ৪টের সময় ছেড়ে বিকাল ৫টা ২০ মিনিটে কাটোয়ায় পৌঁছবে। ট্রেনটি উভয় দিকের সমস্ত স্টেশনেই থামবে।
২০১৪ সালে বর্ধমান থেকে বলগনা ব্রডগেজ লাইনে ট্রেন চলাচল শুরু হয়েছিল। পরের বছর থেকে বলগোনা-কাটোয়া পর্যন্ত ২৬.২২ কিমি রেলপথের গেজ পরিবর্তনের কাজ শুরু হয়। ২০১৭ সালে বর্ধমান থেকে শ্রীখণ্ড পর্যন্ত এক জোড়া ইএমইউ লোকাল ট্রেন চালু হয়। কাটোয়া পর্যন্ত সাত কিলোমিটার অংশে কিছু কাজ বাকি ছিল। সেই কাজ শেষ হওয়ার পরে ২০১৮সালে কাটোয়া-বর্ধমান শাখায় মোট ছ’জোড়া লোকাল ট্রেন চালু হয়।
বিরাট সুবিধা যাত্রীদের
যদিও ট্রেনের সংখ্যা নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ ছিল। হাসপাতাল, অফিস, আদালত, ব্যবসার কাজে প্রতিদিন বহু মানুষ কাটোয়া থেকে বর্ধমান যান। ট্রেন কম থাকার কারণে বাসের ওপরেই ভরসা করতে হয়। কাটোয়া থেকে সকাল ৮টা ৫০মিনিটের পর বিকেল ৪টে ১০মিনিট নাগাদ একটি ট্রেন ছাড়ে। আর বর্ধমান থেকে সকাল ৯টা ৩৫মিনিটের পর আবার দুপুর ২টো ও সন্ধ্যা ৬টা ৩০মিনিটে ট্রেন ছাড়ে। মাঝে দীর্ঘক্ষণ কোনও ট্রেন নেই। তাই ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবিতে সরব হয়েছিলেন যাত্রীরা। এবার কাটোয়া থেকে বর্ধমান যাওয়ার জন্য আরও একটি লোকাল ট্রেন পাওয়া যাবে দুপুরে।