Advertisement

Kali Pujo 2024: উত্তরপাড়ার ব্যস্ত রাস্তার মোড়জুড়ে কালীপুজোর জলসা-র মঞ্চ, তীব্র যানজট, ক্ষোভ

রাস্তা আটকে কালীপুজোর জলসার মঞ্চ, আর তার জেরেই চরম ভোগান্তির মুখে আমজনতা। ক্ষোভে ফুঁসছেন প্রত্যেকে। হুগলি উত্তরপাড়ার ঘটনা। উত্তরপাড়া পৌরসভার ১৫ নম্বরের ওয়ার্ডের যে জায়গায় কালীপুজোর জলসার মঞ্চ বাঁধা হয়েছে সেই জায়গাটি হল তিনটে গুরুত্বপূর্ণ রাস্তার মোড়।

উত্তরপাড়ার ব্যস্ত রাস্তার মোড়জুড়ে কালীপুজোর জলসা-র মঞ্চ, তীব্র যানজট, ক্ষোভউত্তরপাড়ার ব্যস্ত রাস্তার মোড়জুড়ে কালীপুজোর জলসা-র মঞ্চ, তীব্র যানজট, ক্ষোভ
শুভদীপ রক্ষিত
  • উত্তরপাড়া,
  • 01 Nov 2024,
  • अपडेटेड 1:00 PM IST
  • এই পুজোর অনুমতি দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী
  • অনেকে বলছেন, শাসকদলের স্থানীয় নেতারা এই পুজোর পিছনে রয়েছেন

রাস্তা আটকে কালীপুজোর জলসার মঞ্চ, আর তার জেরেই চরম ভোগান্তির মুখে আমজনতা। ক্ষোভে ফুঁসছেন প্রত্যেকে। হুগলি উত্তরপাড়ার ঘটনা। উত্তরপাড়া পৌরসভার ১৫ নম্বরের ওয়ার্ডের যে জায়গায় কালীপুজোর জলসার মঞ্চ বাঁধা হয়েছে সেই জায়গাটি হল তিনটে গুরুত্বপূর্ণ রাস্তার মোড়। রাস্তা আটকে মঞ্চ বাঁধা হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। যার কারণে তীব্র যানজট তৈরি হচ্ছে ওই এলাকায়। গাড়ি নিয়ে ঢোকা যাচ্ছে না।

এই পুজোর অনুমতি দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। তাঁদের প্রশ্ন, কীভাবে প্রশাসনের নজর এড়িয়ে এই ধরনের কাজ চলছে? পুজোর অনুমতি কী ভাবে মিলছে, সেই প্রশ্ন তুলছেন একাংশ। স্থানীয় কাউন্সিলর ও পুরপ্রধান কী করছেন? প্রশ্ন এলাকাবাসীর। অনেকে বলছেন, শাসকদলের স্থানীয় নেতারা এই পুজোর পিছনে রয়েছেন। সেই জন্যই প্রশাসন চোখ বন্ধ করে আছে।

একই সঙ্গে এলাকায় বেআইনি নির্মাণ নিয়েও সরব হয়েছেন এলাকার মানুষ। পুজোর উদ্যোক্তারা যদিও অভিযোগ মেনে নিয়েছেন। আগামী দিনে এই গোটা বিষয় নিয়ে ভাবনা চিন্তা করা হবে বলেও তাঁরা জানিয়েছেন।

আরও পড়ুন

কলকাতা শহর ও শহরতলিতে রাস্তা আটকে পুজোর অভিযোগ দীর্ঘ দিনের। অনেক সময় একটা গোটা রাস্তা বন্ধ রাখতে হয় পুজোর জন্য। যান চলাচলে সমস্যা হয়। পুজোর স্থান পরিবর্তন করতেও রাজি হন না উদ্যোক্তারা। কলকাতা শহরেও অনেক কালীপুজো রাস্তার উপরেই হয়। বারেবারে প্রশাসনের তরফে বলা হলেও এনিয়ে হেলদোল দেখা যায় না পুজো কমিটির। বড় গাড়ি তো দূর, বাইক যাওয়ার জায়গাও ছাড়া হয় না। রোষের ভয়ে স্থানীয় বাসিন্দারাও এনিয়ে মুখ খুলতে সাহস পান না।

রিপোর্টার-ভোলানাথ সাহা

Read more!
Advertisement
Advertisement