Advertisement

Modi Bengal Visit: শনিবার ফের রাজ্যে আসছেন মোদী, নদিয়ায় প্রস্তুতি দেখতে ছুটলেন শমীক

ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০ ডিসেম্বর তাহেরপুরে জনসভা করবেন নরেন্দ্র মোদী, বঙ্গ বিজেপিকে জানিয়েছে প্রধানমন্ত্রীর দফতর। সেই প্রস্তুতি দেখতে বুধবার নদিয়ার তাহেরপুরের নেতাজি পার্কে গেলেন বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।

শনিবার ফের রাজ্যে আসছেন মোদীশনিবার ফের রাজ্যে আসছেন মোদী
বিশাল দাস
  • নদিয়া,
  • 17 Dec 2025,
  • अपडेटेड 5:48 PM IST

ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  ২০ ডিসেম্বর তাহেরপুরে জনসভা করবেন নরেন্দ্র মোদী, বঙ্গ বিজেপিকে জানিয়েছে প্রধানমন্ত্রীর দফতর। সেই প্রস্তুতি দেখতে বুধবার  নদিয়ার তাহেরপুরের নেতাজি পার্কে গেলেন বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। প্রসঙ্গত, গত অগাস্টে  পশ্চিমবঙ্গ সফরে মেট্রোপথের সম্প্রসারণ ঘটিয়েছিলেন মোদী। চার মাস পরে আবার বাংলায় আসছেন তিনি। এবার মোদীর  কর্মসূচিতে জাতীয় সড়ক সম্প্রসারণ রয়েছে। 

আগামী শনিবার নদিয়া জেলার তাহেরপুরে সভা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। চলতি বছরে আলিপুরদুয়ার, দুর্গাপুর এবং দমদমে কর্মসূচিতে অংশ নিয়েছেন মোদী।  গত তিনটি কর্মসূচির মতো এ বারেও প্রথমে প্রশাসনিক কর্মসূচি, তার পরে রাজনৈতিক সভা করবেন মোদী। সম্প্রসারিত জাতীয় সড়কের আনুষ্ঠানিক সূচনা এবং পরবর্তী অংশের সম্প্রসারণ প্রকল্পের শিলান্যাস করবেন প্রশাসনিক মঞ্চ থেকে। তার পরে রাজনৈতিক মঞ্চ থেকে তিনি কী বলবেন, সে দিকে সব পক্ষেরই নজর থাকবে। কারণ SIR  শুরু হওয়ার পরে এটাই প্রথম পশ্চিমবঙ্গ সফর মোদীর।

আগামী ২০ তারিখ নদিয়ার তাহেরপুরের নেতাজি পার্কে মোদীর  জনসভা নিয়ে ইতিমধ্যে চলছে জোর কদমে প্রস্তুতি। সভামঞ্চ পরিদর্শন করতে প্রতিদিনই আসছেন বিজেপির হেভিওয়েট  নেতৃত্ব। ঠিক তেমনি মঙ্গলবার মাঠ পরিদর্শন করতে যান বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। প্রস্তুতি ঘুরে দেখেন। প্রধানমন্ত্রী জেলা সফরকে কেন্দ্র করে নিরাপত্তা নিয়েও দলের কর্মীদের সঙ্গে সাংগঠনিক বিষয়ে কথা বলেন শমীক। যদিও এখন থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। SPG-র তত্ত্বাবধানে রয়েছে নিরাপত্তার ব্যবস্থা।

প্রসঙ্গত,  আর কয়েকমাস পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। বিহার জয়ের পরই নরেন্দ্র মোদীর টার্গেট পশ্চিমবঙ্গ। দিল্লিতে বিজেপির সদর দফতরে দাঁড়িয়ে মোদী বলেছিলেন, বিজেপি এবার পশ্চিমবঙ্গ থেকেও জঙ্গলরাজকে উপড়ে ফেলবেন। যে জঙ্গলরাজের প্রসঙ্গ তুলে লালুপ্রসাদ যাদবের দলকে বিদ্ধ করেছেন, এবার পশ্চিমবঙ্গের কথা বলতে গিয়েও সেই জঙ্গলরাজের প্রসঙ্গ টানেন তিনি। প্রধানমন্ত্রী  নরেন্দ্র মোদী বলেছিলেন, আমি পশ্চিমবঙ্গের ভাই-বোনেদের আশ্বস্ত করছি, এবার বিজেপি আপনাদের সঙ্গে মিলে, পশ্চিমবঙ্গ থেকেও জঙ্গলরাজকে উপড়ে ফেলবে। তিনি বলেছিলেন এই জয় কেরল, তামিলনাড়ু, পুদুচেরি, অসম এবং পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীদের আত্মবিশ্বাসে ভরপুর করে দিয়েছে। আর হ্য়াঁ, গঙ্গা বিহার হয়ে পশ্চিমবঙ্গে পৌঁছয়।

Advertisement

দিল্লি থেকে আপাতত যে সফরসূচি রাজ্য বিজেপিকে জানানো হয়েছে, সেই অনুযায়ী শনিবার সকাল ১০টা নাগাদ প্রধানমন্ত্রীর বিমান কলকাতা বিমানবন্দরে নামবে। সেখান থেকে হেলিকপ্টারে প্রধানমন্ত্রী পৌঁছোবেন তাহেরপুর। সকাল ১০টা ৩৫ নাগাদ তাহেরপুরে পৌঁছোনোর কথা মোদীর। তবে সময় সারণিতে কিছু পরিবর্তনও হতে পারে। প্রধানমন্ত্রীর সফরের আগের দিনই তা চূড়ান্ত ভাবে জানানো হবে।


রিপোর্টার- সুরজিৎ দাস
 

Read more!
Advertisement
Advertisement