হাওড়ায় গুলিবিদ্ধ হলেন এক পুলিশ আধিকারিক। হাওড়ার ঘোষ পাড়ায় একটি পেট্রোল পাম্পের সামনে ওই পুলিশ অফিসারকে গুলি করা হয়েছে। তাঁর হাতে গুলি লেগেছে। ঘটনাটি ঘটে বুধবার রাত ১১টা নাগাদ। গুলি চালানোর উদ্দেশ্য এবং কে গুলি চালিয়েছে তা জানা যায়নি। তদন্তকারী কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখছেন।
ঘটনাটি মধ্যরাতে ঘটে। এরপরেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে বাঁত্রা এবং শিবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থল থেকে একটি বুলেট শেল উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ অফিসারের নাম জয়ন্ত পাল। জয়ন্ত হুগলি জেলায় কর্মরত। তাকে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় ওই অফিসারের সঙ্গে একজন মহিলা ছিলেন। ঘটনাস্থলে একটি গাড়িও পাওয়া গেছে। পুলিশ এই গাড়িটি বাজেয়াপ্ত করেছে। মহিলাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
হাসপাতালে আহত ওই অফিসারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে যান। পুলিশ জানতে চাইছে যে মহিলার সঙ্গে আহত আধিকারিকের তার সম্পর্ক কী। এই ঘটনা কি ওই মহিলার সঙ্গে বিরোধের কারণে ঘটেছে? প্রাথমিক ভাবে জানা গিয়েছে, গাড়ির ভিতরেই কোনও বিষয় নিয়ে গন্ডগোল শুরু হয়৷ কথা কাটাকাটির মধ্যেই আচমকা গুলি চলে৷ গুলি লাগে জয়ন্ত পালের হাতে৷ এর পরই আহত অবস্থায় ওই পুলিশ আধিকারিককে হাওড়ার আন্দুল রোডের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷