Advertisement

টাকার বিনিময়ে পদ দেওয়ার অভিযোগ, বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে পোস্টার বসিরহাটে

টাকার বিনিময়ে পদ পাইয়ে দেওয়ার অভিযোগ তুলে বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে পোস্টার পড়ল বসিরহাটের বাদুড়িয়ায়। পোস্টারের পাশাপাশি বিজেপির দলীয় কার্যালয়ে তালা ঝোলালেন কর্মীরা। শনিবার ২২ ফেব্রুয়ারি সকালে বাদুড়িয়ার ঘটনার জেরে অস্বস্তিতে পড়েছে বসিরহাট সাংগঠনিক জেলা বিজেপি নেতৃত্ব।

টাকার বিনিময়ে পদ দেওয়ার অভিযোগ, বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে পোস্টার বসিরহাটেটাকার বিনিময়ে পদ দেওয়ার অভিযোগ, বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে পোস্টার বসিরহাটে
স্বপন কুমার মুখার্জি
  • বসিরহাট,
  • 23 Feb 2025,
  • अपडेटेड 12:43 PM IST
  • যদিও তাঁর বিরুদ্ধে ওঠা টাকার বিনিময়ে পদ পাইয়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন তাপস ঘোষ
  • তিনি বলেন, সব মণ্ডল সভাপতি নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হয়েছেন

টাকার বিনিময়ে পদ পাইয়ে দেওয়ার অভিযোগ তুলে বিজেপির জেলা সভাপতির বিরুদ্ধে পোস্টার পড়ল বসিরহাটের বাদুড়িয়ায়। পোস্টারের পাশাপাশি বিজেপির দলীয় কার্যালয়ে তালা ঝোলালেন কর্মীরা। শনিবার ২২ ফেব্রুয়ারি সকালে বাদুড়িয়ার ঘটনার জেরে অস্বস্তিতে পড়েছে বসিরহাট সাংগঠনিক জেলা বিজেপি নেতৃত্ব। এলাকার তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে। পাশাপাশি বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি তাপস ঘোষের ভূমিকা নিয়েও দলের অন্দরে প্রশ্ন উঠেছে। এর আগেও দলীয় কার্যালয় তৈরির জন্য একটি মার্বেলের দোকান থেকে ইমারতি সামগ্রী নিয়ে তা ব্যক্তিগত কাজে লাগানো এবং ওই মার্বেল ব্যবসায়ীর পাওনা টাকা না দেওয়ার অভিযোগ উঠেছিল তাপসবাবুর বিরুদ্ধে। তার রেশ কাটতে না কাটতে আবার নতুন বিতর্কে জড়ালেন তাপস।

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা টাকার বিনিময়ে পদ পাইয়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন তাপস ঘোষ।  তিনি বলেন, সব মণ্ডল সভাপতি নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হয়েছেন। যারা জানেন না তাঁরা মুর্খের মতো এসব করছেন। এই বিষয়ে আমি কোনও মন্তব্য করব না ।

গত ১৬ ফেব্রুয়ারি বসিরহাট সাংগঠনিক জেলার বিভিন্ন ব্লকে বিজেপির নতুন মণ্ডল সভাপতি নিযুক্ত হয়েছে। বাদুড়িয়া পৌর মণ্ডলে সভাপতি হয়েছেন বিশ্বজিৎ পাল ওরফে ছোট। বিশ্বজিৎকে দলের অনেকেই মানতে পারছেন না। অভিযোগ, বিজেপির জেলা সভাপতি তাপস ঘোষ টাকার বিনিময়ে বিশ্বজিৎকে মণ্ডল সভাপতি পদে বসিয়েছেন। ঘটনার প্রতিবাদে শনিবার সকালে ‌বাদুড়িয়া বিধানসভার বিজেপি কর্মীরা দলীয় কার্যালয়ে তালা লাগিয়ে পোস্টার সেঁটে দিয়েছেন। পোস্টারে লেখা, ‘‌বসিরহাট জেলা বিজেপি–‌র সভাপতি তাপস ঘোষ টাকার বিনিময়ে বাদুড়িয়া বিজেপির পৌর মণ্ডল সভাপতি বিশ্বজিৎ পাল (‌ছোট)‌–‌কে নিযুক্ত করেছেন। আমরা বিজেপি কর্মীরা এটা মানব না। তাই এই পার্টি অফিসে তালা মারলাম।’

আরও পড়ুন

পোস্টার বিতর্ক নিয়ে নবনিযুক্ত বিশ্বজিৎ পাল বলেন, কাউকে  টাকা দেওয়ার প্রশ্নই ওঠে না। নির্বাচনের মাধ্যমে আমি মণ্ডল সভাপতি হয়েছি। বিজেপির কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই। তৃণমূল এসব করে বিজেপি সম্পর্কে বিভ্রান্তি ছড়াচ্ছে।‌

Advertisement

বিজেপির এই গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার চেয়ারম্যান সরোজ বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূলের খেয়ে দেয়ে কাজ নেই বিজেপির কে কী হল তাই নিয়ে মাথা ব্যথা করবে। ওদের গোষ্ঠী কোন্দলের জেরে এসব হয়ে থাকতে পারে।

Read more!
Advertisement
Advertisement