Advertisement

Babri Masjid Poster Murshidabad: বাবরি মসজিদের পোস্টারে ছয়লাপ মুর্শিদাবাদ, TMC এখনও 'চুপ', হুমায়ুন কী বলছেন?

আগামী ৬ ডিসেম্বর মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চলেছেন তৃণমূলের বিধায়ক হুমায়ন কবীর। আর সেই অনুষ্ঠানের পোস্টার পড়ল মুর্শিদাবাদে। যা ঘিরে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই উত্তাপ বাড়ছে।

বাবরি মসজিদের পোস্টারবাবরি মসজিদের পোস্টার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Nov 2025,
  • अपडेटेड 9:38 AM IST
  • ৬ ডিসেম্বর মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চলেছেন তৃণমূলের বিধায়ক হুমায়ন কবীর
  • আর সেই অনুষ্ঠানের পোস্টার পড়ল মুর্শিদাবাদে
  • যা ঘিরে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই উত্তাপ বাড়ছে

আগামী ৬ ডিসেম্বর মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চলেছেন তৃণমূলের বিধায়ক হুমায়ন কবীর। আর সেই অনুষ্ঠানের পোস্টার পড়ল মুর্শিদাবাদে। যা ঘিরে রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই উত্তাপ বাড়ছে।

এই প্রসঙ্গে হুমায়ুন জানান, '৬ ডিসেম্বর আমরা বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করব মুর্শিদাবাদের বেলডাঙায়।' তবে বিষয়টি নিয়ে এখনও চুপ তৃণমূল। তারা একটা কথাও খরচ করেনি এই মসজিদ সম্পর্কে।

যদিও দীর্ঘদিন ধরেই এই মসজিদ তৈরির ঘোষণাকে ঘিরে চলেছে রাজনৈতিক চাপানউতর। আর এমন পরিস্থিতিতে তা আরও বাড়তে চলেছে বলে মনে করা হচ্ছে।

আসলে ৬ ডিসেম্বর ১৯৯২ তে ভাঙা হয়েছিল বাবরি মসজিদ। ২০২৫ সালে সেই ঘটনার ৩৩ বছরপূর্তি। আর সেই দিনকে সামনে রেখেই নতুন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান রাখেন হুমায়ুন। পাশাপাশি তিনি জানান, আগামী ৩ বছরের মধ্যে তৈরি হয়ে যাবে এই মসজিদ।

যদিও এই মসজিদ তৈরি ঘিরে প্রথম থেকেই বিতর্ক ছিল। বিশেষত, বিজেপি এই ঘটনাকে একবারেই মেনে নিতে পারছে না। তারা মনে করছে, এই ঘটনা হিন্দুদের ঘৃণার সমতুল্য। এই প্রসঙ্গে বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া বলেন, 'সারা ভারত এখন রামমন্দির তৈরির আনন্দে মাতোয়ারা। আর ঠিক সেই সময়ই ঘোষণা করা হচ্ছে বাবরি মসজিদ তৈরির।'

এই বিষয়টি নিয়ে চুপ নেই বঙ্গ বিজেপিও। তাঁদের তরফ থেকে সুকান্ত মজুমদার বলেন, 'এই ঘটনাকে বাংলার হিন্দুদের বার্তা হিসেবে নেওয়া উচিত। তাঁদের বোঝা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকেরা কীভাবে হিন্দুদের ভয় দেখানোর চেষ্টা করছে এবং সম্প্রীতির পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে।'

মুখ খুলেছেন পশ্চিমবঙ্গ বিজেপির আরও এক প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষও। তিনি বলেন, 'সারা ভারতে কোনও মসজিদ তৈরিতে বাধা দেওয়া হয় না। তবে বাবরি মসজিদ তৈরি হল আমাদের বিরোধীতার সমান। এক সময় এটা নিয়েই আন্দোলন চলছিল। বাবর ছিলেন একজন আক্রমণকারী। তাঁদের কখনও দেশের মানুষ সম্মান করতে পারবে না।'

Advertisement

যদিও এই সব অভিযোগকে পাত্তা দিতে নারাজ হুমায়ুন। তিনি যে বাবরির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, এই কথাটা একপ্রকার পরিষ্কার।

তৃণমূলের থেকে তৈরি হয়েছে দূরত্ব

বহুদিন ধরেই দলের একাধিক নেতার বিরুদ্ধে সবর হয়েছেন হুমায়ুন। যার ফলে তাকে একাধিকবার শোকজও করা হয়েছে। তবে কারও বাধা শুনতে রাজি নন এই বিদ্রোহী নেতা। বরং তিনি নিজের দল খুলবেন বলেই ঘোষণা করে দিয়েছেন। কিন্তু এখনও তাকে তৃণমূল বহিষ্কার করেনি। তাই এখন দেখার আগামিদিনে পরিস্থিতি ঠিক কোন দিকে যায়। 

Read more!
Advertisement
Advertisement