Advertisement

Ganga Sagar Mela 2025:ট্রেনে না বাসে, গঙ্গাসাগরে যাওয়ার সহজ পথ কী? রইল সব রুটের সন্ধান

সাগরে পূন্য স্নান হবে আগামী ১৪ জানুয়ারি। গঙ্গা সাগরে ভিড় জমবে সাধু সন্ন্যাসী থেকে সাধারন পূন্যার্থীদের। গঙ্গাসাগর মেলা উপলক্ষে আজ, বৃহস্পতিবার থেকে সরকারি বাস এবং লোকাল ট্রেনের বিশেষ পরিষেবা শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ আউট্রাম ঘাট থেকে মেলার আনুষ্ঠানিক সূচনা করবেন।

 সংক্রান্তিতে পুণ্যস্নান করতে কীভাবে যাবেন গঙ্গাসাগরে সংক্রান্তিতে পুণ্যস্নান করতে কীভাবে যাবেন গঙ্গাসাগরে
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Jan 2025,
  • अपडेटेड 2:46 PM IST

সাগরে পূন্য স্নান হবে আগামী ১৪ জানুয়ারি। গঙ্গা সাগরে ভিড় জমবে সাধু সন্ন্যাসী থেকে সাধারন পূন্যার্থীদের।  গঙ্গাসাগর মেলা উপলক্ষে আজ, বৃহস্পতিবার থেকে সরকারি বাস এবং লোকাল ট্রেনের বিশেষ পরিষেবা শুরু হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ আউট্রাম ঘাট থেকে মেলার আনুষ্ঠানিক সূচনা করবেন।

সাগর দ্বীপে ভেসেল এবং বাস পরিষেবা মসৃণ করতে রাজ্য পরিবহণ দফতর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন বিশেষ ব্যবস্থা নিয়েছে। মেলাকে কেন্দ্র করে সাগর এলাকায় একাধিক জেটি এবং ঘাট সংস্কার করা হয়েছে। এ ছাড়াও বাস এবং বিভিন্ন যানের পারাপারের জন্য তিনটি  বার্জ গঙ্গাসাগর এলাকায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

 

গঙ্গাসাগর মেলা উপলক্ষে এবার নিরাপত্তার দারুণ কড়াকড়ি চোখে পড়ছে। আপনিও যেতে চান এই গঙ্গাসাগর মেলায়? কলকাতার দিক থেকে গঙ্গাসাগরে কীভাবে যাবেন? রেল বা সড়কপথে গঙ্গাসাগর যাওয়ার সব  রুট জেনে নিন।

কলকাতা থেকে রেলপথে কীভাবে যাবেন গঙ্গাসাগরে?
ট্রেনে যেতে চাইলে আপনাকে পৌঁছে যেতে হবে শিয়ালদা দক্ষিণ শাখার প্ল্যাটফর্মে। সেখান থেকে আপনি নামখানা লোকাল ধরুন। সেই ট্রেনে পৌঁছে যেতে পারেন একেবারে শেষ স্টেশন নামখানা কিংবা তারও কিছুটা আগে কাকদ্বীপ স্টেশনে। কাকদ্বীপে নামলে স্টেশনের কাছ থেকেই পেয়ে যাবেন অটো-টোটো কিংবা মোটরভ্যান। সেই ছোট গাড়ি আপনাকে পৌঁছে দেবে লট-৮-এর ঘাটে। এই লট-৮ ঘাট থেকে আপনাকে নদী পেরোতে হবে। নদীর ওপারে কচুবেড়িয়ায় নামুন। সেখান থেকে ফের অটো-টোটো,বাস কিংবা অন্যান্য ছোট গাড়ি পেয়ে যাবেন গঙ্গাসাগরে পৌঁছোতে। এছাড়া নামখানা স্টেশনে নেমেও আপনি গঙ্গাসাগরে যেতে পারেন।

 

কলকাতা থেকে সড়কপথে কীভাবে পৌঁছোবেন গঙ্গাসাগরে?
কলকাতা থেকে বাস, ট্যাক্সি কিংবা অন্য ছোট গাড়িতে প্রায় ১৪০ কিলোমিটার দূরের গঙ্গাসাগরে পৌঁছতে আপনার সময় লাগতে পারে ঘন্টা চারেকের মতো। কলকাতার দিক থেকে গেলে আপনি ডায়মন্ড হারবার রোড ধরুন। এসপ্ল্যানেড থেকে আপনি বাসও পেয়ে যাবেন। ডায়মন্ড হারবার রোড ধরে এগিয়ে একেবারে কাকদ্বীপের হারউড পয়েন্ট বা লট-৮-এর ঘাটে পৌঁছোতে হবে। ছোট গাড়ি বা প্রাইভেট গাড়ি নিয়ে গেলে এখানে গাড়ি রেখে যাওয়ার ব্যবস্থা আছে। আবার ভেসেলেও গাড়ি নিয়ে নদী পেরোতে পারেন। নদীর ওপারের কচুবেড়িয়ায় নামুন। সেখান থেকে গঙ্গাসাগরে যাওয়ার জন্য আলাদা গাড়ি পাবেন।

Advertisement

পুণ্যস্নানের সময়
জানুয়ারি মাসের ৮ থেকে ১৭ তারিখ পর্যন্ত চলবে গঙ্গাসাগর মেলা। তবে মকর সংক্রান্তি শুরু হচ্ছে ১৪ জানুয়ারি দুপুর ২ টো ৫৮ মিনিট থেকে। পুণ্যস্নানের সময় শুরু হচ্ছে সকাল ৬ টা ৫৮ মিনিট থেকে। যা চলবে পরদিন ১৫ জানুয়ারি সকাল ৬টা ৫৮ মিনিট পর্যন্ত। 


 

Read more!
Advertisement
Advertisement