Advertisement

Ram Navami Rally: রাম নবমীর আগেই অস্ত্র মিছিল হাওড়ার সাঁকরাইলে, কড়া ব্যবস্থা নিতে পারে পুলিশ

রবিবার রামনবমী, তার আগেই শনিবার হাওড়ার সাঁকরাইলে অস্ত্র মিছিল। কয়েকশো মানুষ এই মিছিলে অংশ নেন। ডিজে বাজিয়ে নাচতে নাচতে রামচন্দ্রের মূর্তি নিয়ে আসেন তাঁরা। অনেকে হাতেই তরোয়াল, ত্রিশূল দেখা গিয়েছে।

রাম নবমীর আগের দিন অস্ত্র হাতে মিছিল হাওড়ার সাঁকরাইলে, কড়া ব্যবস্থা নিতে পারে পুলিশরাম নবমীর আগের দিন অস্ত্র হাতে মিছিল হাওড়ার সাঁকরাইলে, কড়া ব্যবস্থা নিতে পারে পুলিশ
Aajtak Bangla
  • সাঁকরাইল,
  • 05 Apr 2025,
  • अपडेटेड 6:55 PM IST
  • সাঁকরাইলের মানিকপুরের রাজগঞ্জ এলাকায় এই অস্ত্র হাতে মিছিল হয়েছে
  • এই পুজোর উদ্যোক্তা সিংহবাহিনী নামের একটি হিন্দু সংগঠন

রবিবার রামনবমী, তার আগেই শনিবার হাওড়ার সাঁকরাইলে অস্ত্র মিছিল। কয়েকশো মানুষ এই মিছিলে অংশ নেন। ডিজে বাজিয়ে নাচতে নাচতে রামচন্দ্রের মূর্তি নিয়ে আসেন তাঁরা। অনেকে হাতেই তরোয়াল, ত্রিশূল দেখা গিয়েছে। বেশ কয়েকজন যুবককে আবার অস্ত্র হাতে খেলা দেখাতেও দেখা যায়। যদিও পুলিশ জানিয়েছে, এই মিছিলের অনুমতি ছিল না। তাই উদ্যোক্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। কিন্তু মিছিলের উদ্যোক্তাদের দাবি, রামনবমীতে অস্ত্রমিছিল একটা প্রথা।

সাঁকরাইলের মানিকপুরের রাজগঞ্জ এলাকায় এই অস্ত্র হাতে মিছিল হয়েছে। জানা গিয়েছে, বহু মানুষ শনিবার দুপুরে রাজগঞ্জ থেকে শোভাযাত্রা করে ঘোড়ায় টানা রথে চড়িয়ে রামচন্দ্রের মূর্তি আনতে যান। মানিকপুর নামে একটি গ্রামে রাম নবমীর পুজোর আয়োজন করা হয়েছে রবিবার। এই পুজোর উদ্যোক্তা সিংহবাহিনী নামের একটি হিন্দু সংগঠন। রামচন্দ্রের মূর্তি নিয়ে ফেরার শোভাযাত্রায় অনেকের হাতেই দেখা যায় তরোয়াল, ত্রিশূল, কাটারি, দা, হাঁসুয়ার মতো অস্ত্র। ডিজের তালে নাচতে দেখা যায় মহিলা, নাবালক ও শিশুদেরও। মিছিলে ছিলেন সাধু সন্তরাও। অস্ত্র হাতে মিছিলের কারণ জানতে চাইলে উদ্যোক্তারা জানিয়েছেন, রাম নবমীতে অস্ত্র হাতে মিছিল করাটা একটা প্রথা। প্রতিবছরই এভাবেই রাম নবমীর আগের দিন মিছিল হয়ে থাকে। এবারও হয়েছে।

এই শোভাযাত্রাকে ঘিরে পুলিশি নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। একাধিক আইপিএস অফিসার উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। যদিও হাওড়া পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাঁকরাইলের রাম নবমীর আয়োজকদের অস্ত্র নিয়ে মিছিল করার অনুমতি ছিল না। অস্ত্র প্রদর্শনের জন্য আয়োজকদের বিরুদ্ধে পুলিশ আইনি ব্যবস্থা নিতে পারে।

আরও পড়ুন

Read more!
Advertisement
Advertisement