Advertisement

Birbhum News: বীরভূমে ১৬ হাজার কেজি বিস্ফোরক উদ্ধার, উড়ে যেতে পারে গোটা গ্রাম

ফের বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হল বীরভূমে। পরিমাণটা এতটাই বেশি যে আস্ত একটা গ্রাম উড়িয়ে দেওয়া যাবে। জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ একটি ট্রাক আটক করে। আর তারপর সেই ট্রাকে তল্লাশি চালাতেই কার্যত চোখ কপালে ওঠে পুলিশের। দেখা যায় ১৬ চাকার ট্রাকে থরে থরে সাজানো হয়েছে বস্তা।

  ফের বিপুল  বিস্ফোরক মিলল বীরভূমে ফের বিপুল বিস্ফোরক মিলল বীরভূমে
স্বপন কুমার মুখার্জি
  • রামপুরহাট,
  • 12 Feb 2025,
  • अपडेटेड 9:45 AM IST

ফের বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার হল বীরভূমে। পরিমাণটা এতটাই বেশি যে আস্ত একটা গ্রাম উড়িয়ে দেওয়া যাবে। জানা গিয়েছে, গোপন সূত্রে  পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ একটি ট্রাক আটক করে। আর তারপর সেই ট্রাকে তল্লাশি চালাতেই কার্যত চোখ কপালে ওঠে পুলিশের। দেখা যায় ১৬ চাকার ট্রাকে থরে থরে সাজানো হয়েছে বস্তা। আর বস্তা খুলতেই বোঝা যায় তাতে রয়েছে বিস্ফোরক অ্যামোনিয়াম নাইট্রেট। মোট ৩২০টি ব্যাগে এই বিপুল পরিমাণ বিস্ফোরক রাখা ছিল। এক একটি ব্যাগের ওজন ছিল ৫০ কেজি। অর্থাৎ সবর্সাকুল্যে মোট ১৬ হাজার কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে। তল্লাশি সময় জানা যায় যে ব্যাগগুলির ব্যাচ নম্বরগুলি ম্যানুয়ালি মুছে ফেলা হয়েছিল। এছাড়াও, ট্যাক্স ইনভয়েস, চালান এবং গন্তব্যস্থলের রুটে অসঙ্গতি পাওয়া যায়।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে পণ্যগুলি খালাসের জন্য এই এলাকায় অবৈধভাবে পরিবহণ করা হচ্ছিল। এর বিরুদ্ধে আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নির্দিষ্ট মামলা শুরু করা হচ্ছে। পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। তাদের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্তদের রামপুরহাট আদালতে তোলা হয়। কী কারণে এই বিপুল পরিমাণ বিস্ফোরক নিয়ে যাওয়া হচ্ছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, সেই বিষয়গুলি খতিয়ে দেখছে পুলিশ। 

প্রসঙ্গত, বীরভূম-ঝাড়খণ্ড সীমানাতে রামপুরহাটের জঙ্গলে এর আগে উদ্ধার হয়েছিল বিপুল পরিমাণে বিস্ফোরক। জঙ্গলের ভিতর থাকা পুরনো পরিত্যক্ত একটি ঘরে ওই বিস্ফোরক মজুত ছিল। মঙ্গলবার, সাতই জানুয়ারি সকালে জেলা এনফোর্সমেন্টের বিশাল বড় দল সেখানে হানা দেয়। ৯ হাজার ডিটোনেটর  উদ্ধার হয়। কী কারণে ওই বিপুল পরিমাণ বিস্ফোরক মজুত করা ছিল? বাংলায় কি তাহলে কোনও নাশকতার ছক কষা হচ্ছে? সেই প্রশ্নও উঠেছিল সেবার। এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের কাছে গোপন খবর গিয়েছিল বলে জানা গিয়েছে। ওইদিন সকালে বিশাল ফোর্স নিয়ে রামপুরহাটের হস্তিকাদা এলাকার ওই বনের ভিতর ঢোকা হয়। বনের বেশ কিছুটা ভিতরে একটি ছোট পরিত্যক্ত ঘর দেখতে পাওয়া যায়। সেই ঘরের ভিতর ঢুকতেই হতবাক হন আধিকারিকরা। থরে থরে পেটি সাজানো ছিল সেখানে। সেইসব পেটি খুলতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় তদন্তকারীদের। পেটির ভিতর থেকে বেরিয়ে পড়ে বিপুল পরিমাণ ডিটোনেটর। ৬ বাক্স ডিটোনেটর উদ্ধার হয়।

Advertisement

সংবাদদাতাঃ শান্তনু হাজরা
 

Read more!
Advertisement
Advertisement