Advertisement

Cyclone Wipha Weather Update: ঘূর্ণিঝড় উইফার প্রভাবে বাংলায় দুর্যোগ, ভাসবে এই জেলাগুলি, লেটেস্ট আপডেট

দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহের বাকি দিনগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। সৌজন্যে বঙ্গোপসাগরে সক্রিয় ঘূর্ণিঝড় উইফা। হাওয়া অফিস বলছে, বিধ্বংসী ঘূর্ণিঝড় উইফার অংশ জুড়ে উত্তর বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টায় নতুন করে ঘূর্ণাবর্ত শক্তিশালী হবে। এই ঘূর্ণাবর্ত থেকে পরবর্তী ২৪ ঘন্টায় উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা। এই নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। পাঁচ থেকে ছয় জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

প্রবল বৃষ্টি চলবে কতদিন?প্রবল বৃষ্টি চলবে কতদিন?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Jul 2025,
  • अपडेटेड 2:20 PM IST

দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহের বাকি দিনগুলিতে  ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা। সৌজন্যে বঙ্গোপসাগরে সক্রিয় ঘূর্ণিঝড় উইফা। হাওয়া অফিস বলছে, বিধ্বংসী ঘূর্ণিঝড় উইফার অংশ জুড়ে উত্তর বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টায় নতুন করে ঘূর্ণাবর্ত শক্তিশালী হবে। এই ঘূর্ণাবর্ত থেকে পরবর্তী ২৪ ঘন্টায় উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা। এই নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। পাঁচ থেকে ছয় জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

হাওয়া অফিস কী বলছে?
ঘূর্ণিঝড় উইফা থেকে শক্তিশালী মেঘপুঞ্জ চিন সাগর থেকে ছিটকে এসেছে বঙ্গোপসাগরে। যার প্রভাবে আজ উত্তর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। হাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে সক্রিয় ঘূর্ণিঝড় উইফার অবশিষ্টাংশ আগামী ৪৮ ঘন্টার মধ্যে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করবে।  উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে  উইফার অবশিষ্টাংশ আবির্ভূত হয়ে। এর প্রভাবে, আজ সকালে উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে এটি সুস্পষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে এটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে উত্তর ওড়িশা এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এরফলে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ইতিমধ্যেই নিম্নচাপের বৃষ্টি শুরু হয়েছে। চলবে সোমবার পর্যন্ত। সব থেকে বেশি বৃষ্টি হবে আজ  বৃহস্পতিবার ও কাল শুক্রবার। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উপকূলের জেলার কোনো কোনো অংশে আজ ও কাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। 

মৎস্যজীবীদের জন্য সতর্কতা
চায়না ও ভিয়েতনামের বিধ্বংসী ঘূর্ণিঝড় উইফার একটা খন্ডিত অংশ গতকাল বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি করেছে। আজ আরো ঘনীভূত হয়ে উত্তর বঙ্গোপসাগরে এটি নিম্নচাপে পরিণত হবে আর কয়েক ঘণ্টার মধ্যে। এই নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল হবে। আজ ২৪ শে জুলাই বৃহস্পতিবার থেকে পরবর্তী বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বাড়বে নদীর জলস্তর। নিচু এলাকা নতুন করে প্লাবিত হবার আশঙ্কা।

Advertisement

দক্ষিণবঙ্গে বৃষ্টি
দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় নিম্নচাপের বৃষ্টি শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। সময় গড়ালে বৃষ্টি উত্তরোত্তর বাড়বে। আজ অতি ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। কলকাতা সহ বাকি জেলাতে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস। শুক্রবারও মূলত মেঘলা আকাশই থাকবে। অতি ভারী বৃষ্টির আশঙ্কা থাকছে পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পূর্ব ও পশ্চিম বর্ধমান দক্ষিণ, ২৪ পরগনা, হুগলি, বাঁকুড়ায় ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী এমনকী মাঝারি বৃষ্টি চলবে দফায় দফায়। বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে জেলায় জেলায়। আগামী সপ্তাহের শুরুর দিকেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির দাপট থাকবে।  

উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা কম। কাল শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা। ওপরের পাঁচ জেলার দু এক জায়গায় দু-এক পশলা ভারী বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সব জেলাতে। দু এক জায়গায় দমকা ঝড়ো বাতাস বইবে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী সপ্তাহের শুরুর দিক পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে বলে জানিয়েছে অফিস। কোথাও ভারী কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতার আপডেট 
আজ  মহানগরীতে ভারী বৃষ্টির সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী কয়েকদিনই কলকাতা শহরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি ঘরে। 

Read more!
Advertisement
Advertisement