Advertisement

Rohingya Infiltration: 'অনুপ্রবেশকারী খেদাওয়ের' চাপে হায়দারবাদ থেকে বাংলায়, পাকড়াও ২২ রোহিঙ্গা

শুক্রবার ভোররাতে বাংলাদেশ সীমান্ত পেরোচ্ছিল ২২ জন রোহিঙ্গা। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার বাদুড়িয়া থানার শায়েস্তা নগর ১  ব্লকের গ্রাম পঞ্চায়েতের লবঙ্গ এলাকা। সন্দেহ হওয়ায় তাঁকে পাকড়াও করেন গ্রামবাসীরা।

রোহিঙ্গা অনুপ্রবেশরোহিঙ্গা অনুপ্রবেশ
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 13 Jun 2025,
  • अपडेटेड 1:58 PM IST
  • শুক্রবার ভোররাতে বাংলাদেশ সীমান্ত পেরোচ্ছিল ২২ জন রোহিঙ্গা।
  • ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার বসিরহাট।

সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরতে গিয়ে হাতেনাতে পাকড়াও একদল রোহিঙ্গা। মোট ২২ জন রোহিঙ্গাকে আটক করে গ্রামবাসীরা। পরে তাঁদের তুলে দেওয়া হয় বাদুড়িয়া পুলিশের হাতে। জানা গিয়েছে, তাঁরা ভারতে ১০ বছর ধরে বসবাস করেছিলেন। বাংলাদেশে ফেরা পথে ধরা পড়ে যান।   

শুক্রবার ভোররাতে বাংলাদেশ সীমান্ত পেরোচ্ছিল ২২ জন রোহিঙ্গা। ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার বাদুড়িয়া থানার শায়েস্তা নগর ১  ব্লকের গ্রাম পঞ্চায়েতের লবঙ্গ এলাকা। সন্দেহ হওয়ায় তাঁকে পাকড়াও করেন গ্রামবাসীরা। রোহিঙ্গাদের দলে রয়েছে ৪ জন মহিলা, ৪ জন পুরুষ এবং ১৮ জন শিশু। তাঁরা গ্রামের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখনই গ্রামবাসীরা হাতেনাতে পাকড়াও করেন। বাদুড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের আটক করে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। 

ওই রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা জানিয়েছেন, ১০ বছর আগে তাঁরা ভারতে অবৈধভাবে ঢুকেছিল। হায়দ্রাবাদে কাজও করছিলেন তাঁরা। কিন্তু ভারতে অনুপ্রবেশকারী খেদানো শুরু হতেই তাঁরা আবার ফিরে যাওয়ার পরিকল্পনা করেন। সেই মতো বসিরহাট সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে বাংলাদেশে ফিরে যাচ্ছিলেন তাঁরা। 

প্রশ্ন উঠছে, বিএসএফ নজর এড়িয়ে কীভাবে ভারতে ঢুকে দীর্ঘ ১০ বছর বসবাস করলেন তাঁরা? হায়দ্রাবাদেই বা এত বছর কীভাবে কাটিয়ে দিলেন? এর পিছনে কোনও দালালচক্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। দীর্ঘ ১০ বছর ধরে নাম-পরিচয় গোপন করে ভারতে থেকে গেলেন কীভাবে, কাঁরা তাঁদের কাজের ব্যবস্থা করেছিলেন, তা জেরা করে জানার চেষ্টা করছে পুলিশ। 

Read more!
Advertisement
Advertisement