
SIR চালু হতেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটব্য়াঙ্ক ভেঙে পড়েছে। কারণ, অবৈধভাবে এই রাজ্যে থাকা বাংলাদেশিরা পালাচ্ছে। দাবি করলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। এক্স হ্যান্ডেলে এই নিয়ে একটি ভিডিও পোস্ট করেন তিনি।
অমিত মালব্য এক্স হ্যান্ডেলে লেখেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের যত্ন সহকারে লালিত পালিত ভোটব্যাঙ্ক ভেঙে পড়ছে। SIR চালু হওয়ার পর থেকে তদন্ত শুরু হয়েছে। তার জেরে অবৈধ অনুপ্রবেশকারী অর্থাৎ বাংলাদেশি নাগরিক এবং রোহিঙ্গারা তাদের দেশে ফিরে যাচ্ছে। তেমনই একটা ভিডিও ধরা পড়েছে পশ্চিমবঙ্গের স্বরূপনগরে।'
মালব্য আরও লেখেন, 'SIR চালু হওয়ার পর থেকে সীমান্তে অনেক মানুষের যাতায়াত বেড়েছে। সেখানকার স্থানীয় বাসিন্দারা সেগুলো ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন। ফলে সত্য এখন প্রকাশ্যে। এর থেকেই স্পষ্ট অবৈধ ভোটের উপর নির্মিত কাঠামোটি ভেঙে পড়তে শুরু করেছে।'
প্রসঙ্গত, বাংলাদেশ সীমান্তে পশ্চিমবঙ্গের যে সব এলাকা আছে সেগুলোতে উল্লেখযোগ্যভাবে ভোটার বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। SIR হলে সেই সব নাম বাদ যাবে বলেও দাবি করেছিলেন তিনি। একই সুর শোনা গিয়েছিল অন্য গেরুয়া নেতাদের মুখেও। যদিও তৃণমূল কংগ্রেসের তরফে এর বিরোধিতা করা হয়েছিল। তাদের অভিযোগ ছিল, ভোটারদের প্রভাবিত ও ভয় দেখানোর জন্য এসব করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ জানিয়েছিলেন, একজন অবৈধ ভোটারের নাম বাদ গেলেও তিনি আন্দোলন করবেন। তবে তিনি একথা বললেও SIR চালু হওয়ার পর থেকেই ভারত-বাংলাদেশ সীমান্তে অনেক অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ। তারইমধ্যে এই ভিডিও প্রকাশ করেছেন মালব্য। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in।