Advertisement

Bangladeshi Arrest: দিল্লিতে বসবাস করছিল, বনগাঁ সীমান্তে দিয়ে বাংলাদেশ ফেরার পথে গ্রেফতার ৫

বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ এবং ভুয়ো নথি দিয়ে এদেশে বসবাসের অভিযোগে এক পরিবারের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে বনগাঁও থানার পুলিশ। শনিবার, ১১ জানুয়ারি বনগাঁ থানার অন্তর্গত রামচন্দ্রপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম নান্নু মৃধা (৫০), তাঁর স্ত্রী আসমা মৃধা (৪৪), তিন মেয়ে আলিজা কুরেসি (২৫), পূর্ণি মৃধা (২২) এবং রিয়া মৃধা (১৯)। বড় মেয়ে বিবাহিত, তার একটি পুত্র সন্তানও রয়েছে।

 বনগাঁয়া চোরাপথে সীমান্ত পেরতে গিয়ে ধৃত ৫ বাংলাদেশি বনগাঁয়া চোরাপথে সীমান্ত পেরতে গিয়ে ধৃত ৫ বাংলাদেশি
স্বপন কুমার মুখার্জি
  • বনগাঁ,
  • 12 Jan 2025,
  • अपडेटेड 1:30 PM IST

বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ এবং ভুয়ো নথি দিয়ে এদেশে বসবাসের অভিযোগে এক পরিবারের পাঁচ সদস্যকে গ্রেফতার  করেছে বনগাঁও থানার পুলিশ। শনিবার, ১১ জানুয়ারি বনগাঁ থানার অন্তর্গত রামচন্দ্রপুর এলাকা থেকে তাদের গ্রেফতার  করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম নান্নু মৃধা (৫০), তাঁর স্ত্রী আসমা মৃধা (৪৪), তিন মেয়ে আলিজা কুরেসি (২৫), পূর্ণি মৃধা (২২) এবং রিয়া মৃধা (১৯)। বড় মেয়ে বিবাহিত, তার একটি পুত্র সন্তানও রয়েছে। 

নান্নু মৃধার বাড়ি বাংলাদেশের ঝালকাঠি জেলার নলছিটি থানা এলাকার বেরনবেড়িয়ায়। গ্রেফতারের  সময় নান্নু মৃধার কাছ থেকে ভারতে প্রবেশের কোনও বৈধ নথি পাওয়া যায়নি। অন্যদিকে নান্নুর স্ত্রী ও কন্যা সন্তানদের কাছ থেকে ভারতীয় আধার কার্ড, ভোটার কার্ড-সহ পরিচয় পত্র পাওয়া গিয়েছে। যদিও প্রাথমিকভাবে পুলিশের অনুমান সেগুলি সবই ভুয়ো। নান্নুর বিরুদ্ধে ১৪ ফরেনার্স অ্যাক্টে এবং বাকিদের বিরুদ্ধে ১৪সি ফরেনার্স অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে। জানা গিয়েছে, কয়েকদিন আগে নান্নু মৃধা বাংলাদেশ থেকে অবৈধভাবে পশ্চিমবঙ্গে প্রবেশ করে। সেখান থেকে দিল্লির জে জে কলোনিতে অবস্থানরত তাঁর স্ত্রী ও মেয়েদের কাছে গিয়েছিল।  শনিবার তাঁরা প্রত্যেকেই পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে ফিরে যাচ্ছিল। এসময় তাদেরকে গ্রেফতার  করা হয়।

পুলিশ সূত্রে এও জানা গিয়েছে দিল্লিতে প্রবেশের পরই সেখানকার স্থানীয় নথি জোগার  করে আধার কার্ড, ভোটার কার্ড-সহ ভারতীয় পরিচয়পত্র সংগ্রহ করেছিল অভিযুক্তরা। দীর্ঘদিন ধরে নিজেদের ভারতীয় বলে পরিচয় দিয়ে দিল্লির মতো জায়গায় বসবাস করছিল। সম্প্রতি দিল্লিতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সনাক্তকরণের লক্ষ্যে ধরপাকড় শুরু করেছে সেখানকার পুলিশ। আর সেই গ্রেফতারি এড়াতেই স্ত্রী, মেয়ে, নাতিকে  নিয়ে দেশে ফিরে যাচ্ছিল নান্নু মৃধা। যদিও শেষ রক্ষা হলো না।

 শনিবার দুপুরে তাদের প্রত্যেককেই স্থানীয় বনগাঁও মহকুমা আদালতে তোলা হয়। অভিযুক্ত নান্নু মৃধাকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। বাকিদের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। নান্নুকে নিজেদের হেফাজতে নিয়ে তদন্তকারীরা জানতে চায় ঠিক কোন পথে তারা ভারতে প্রবেশ করেছিল। কিভাবে তারা ভারতীয় পরিচয় পত্র সংগ্রহ করেছিল? আর ভারতে প্রবেশের পিছনে ঠিক কী উদ্দেশ্য ছিল? সংবাদ মাধ্যমের সামনে নান্নু মৃধা বলেন, 'কিছুদিন আগে আমি বাংলাদেশ থেকে ভারতে এসেছি। বাকিরা সকলে আমার সন্তান। আমি বাংলাদেশি নাগরিক। কিন্তু আমার ছেলে মেয়েরা ভারতীয়।'  স্বাভাবিকভাবে সাংবাদিকরা পাল্টা প্রশ্ন করেন বাকিরা ভারতীয় আধার কার্ড পেল কী করে? উত্তরের নান্নু মৃধা জানান,'এরা স্থানীয়।' এর পরিপ্রেক্ষিতে সাংবাদিকরা যখন তাঁকে প্রশ্ন করেন ওই ভারতীয় আধার কার্ড কে সংগ্রহ করে দিয়েছিল? তখনই নান্নু মৃধার মুখ চেপে ধরে তাকে মুখ খুলতে বারণ করেন তার মেয়েরা। ফলে প্রশ্ন উঠছে, তবে কি তিনি কিছু আড়াল করতে চাইছেন? এবিষয়ে সরকারি আইনজীবী সমীর দাস জানান, ধৃতদের মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক এবং একটি শিশু রয়েছে।  তাদের আদালতে তোলা হয়েছে।  তিনি আরও জানান, নান্নু মৃধার বাড়ি বাংলাদেশে। তাঁর বিরুদ্ধে ১৪ ফরেনার্স আইনে মামলা দায়ের করা হয়েছে। বাকিদের বিরুদ্ধে ১৪সি ফরেনার্স আইনে মামলা দায়ের করা হয়েছে। এরা সকলেই দীর্ঘদিন ধরে দিল্লিতে বসবাস করত এবং এখানে ভুয়a ভারতীয় পরিচয় পত্র সংগ্রহ করেছিল। বাংলাদেশে ফিরে যাওয়ার সময় তাদের গ্রেফতার করা হয় কিন্তু এসময় ভারতে প্রবেশের কোনও বৈধ নথি তারা দেখাতে পারেনি।

Advertisement

সংবাদদাতাঃ দীপক দেবনাথ
 

Read more!
Advertisement
Advertisement