Advertisement

শাহজাহানের হুমকি পাওয়া মণ্ডল পরিবার উধাও, গিয়েও দেখা পেলেন না রেখারা

সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহানের হুমকি ফোনে বাড়িছাড়া সরবেড়িয়ার মণ্ডল পরিবার। শাহজাহানের বাহিনী হয়তো তাঁদের কোথাও তুলে নিয়ে কোনও গোপন জায়গায় লুকিয়ে রেখেছে।

শাহজাহানের হুমকি পাওয়া মণ্ডল পরিবার উধাও, গিয়েও দেখা পেলেন না রেখারাশাহজাহানের হুমকি পাওয়া মণ্ডল পরিবার উধাও, গিয়েও দেখা পেলেন না রেখারা
বিশাল দাস
  • সরবেড়িয়া,
  • 22 Mar 2025,
  • अपडेटेड 1:40 PM IST
  • সরবেড়িয়ার মণ্ডল পরিবারের সঙ্গে দেখা করতে এসে কথা না বলেই ফিরতে হল বিজেপি নেত্রী রেখা পাত্রকে
  • রেখা পাত্রের দাবি, শেখ শাজাহানের বাহিনী এসে এই মণ্ডল পরিবারকে হুমকি দিয়েছে।

সন্দেশখালির বেতাজ বাদশা শেখ শাহজাহানের হুমকি ফোনে বাড়িছাড়া সরবেড়িয়ার মণ্ডল পরিবার। শাহজাহানের বাহিনী হয়তো তাঁদের কোথাও তুলে নিয়ে কোনও গোপন জায়গায় লুকিয়ে রেখেছে। বিস্ফোরক মন্তন্য করলেন রেখা পাত্র। শেখ শাহজাহান জেলে থেকেও যে সন্দেশখালির মানুষজন এখনও পর্যন্ত সুরক্ষিত নন, সেই দাবি করছেন বিজেপি নেত্রী।

সরবেড়িয়ার মণ্ডল পরিবারের সঙ্গে দেখা করতে এসে কথা না বলেই ফিরতে হল বিজেপি নেত্রী রেখা পাত্রকে। শুক্রবার সকালে সন্দেশখালির প্রতিবাদীর অন্যতম মুখ রেখা পাত্র সহ বিজেপির জেলা নেতৃত্ব উপস্থিত হয় সরবেড়িয়ায়। কিন্তু তাঁরা এসে দেখেন মণ্ডল পরিবারের সদস্যরা কেউ বাড়িতে নেই। গেটে তালা দেওয়া। রেখা পাত্রের দাবি, শেখ শাজাহানের বাহিনী এসে এই মণ্ডল পরিবারকে হুমকি দিয়েছে। তাই তাঁরা বাড়ি ছেড়ে চলে গিয়েছেন। সেই কারণে তাঁদের সঙ্গে দেখা হয়নি। তবে তাঁদের পাশেই আছে রেখা পাত্র সহ বিজেপি নেতৃত্ব। প্রয়োজন হলে তাঁরা আইনের দ্বারস্থ হবেন মণ্ডল পরিবারের হয়ে।

সরবেড়িয়ার মণ্ডল পরিবার, এই মণ্ডল পরিবারের সদস্য রবিন মণ্ডলকে জেলে বসে ফোনে হুমকি দিয়েছিলেন শেখ শাহজাহান, সেই খবর আমরা করেছিলাম। পরের দিন আবার এই রবীন মণ্ডলের বিরুদ্ধে ন্যাজাট থানায় ২৫ লক্ষ টাকা তছরুপের অভিযোগ দায়ের করেছিল শেখ শাহজাহানের স্ত্রী তসলিমা বিবি। সেই মণ্ডল পরিবারের সঙ্গে দেখা করতে এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দিতে শুক্রবার সকালে যান সন্দেশখালীর অন্যতম প্রতিবাদী মুখ রেখা পাত্র সহ বিজেপির জেলা নেতৃত্ব।

আরও পড়ুন

Read more!
Advertisement
Advertisement