Advertisement

Visva Bharati University Vice Chancellor: বিশ্বভারতীতে বিদ্যুত্‍ বিদায়, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় মল্লিক

গুজরাতের ভদোদরা বিশ্ববিদ্যালয় থেকে আর্ট অফ হিস্ট্রি Ph.D করেছেন সঞ্জয় মল্লিক। শান্তিকেতনে কলাভবনের অধ্যাপক ছিলেন সঞ্জয়। 

বিদ্যুত্‍ চক্রবর্তী ও সঞ্জয় মল্লিকবিদ্যুত্‍ চক্রবর্তী ও সঞ্জয় মল্লিক
Aajtak Bangla
  • শান্তিনিকেতন,
  • 08 Nov 2023,
  • अपडेटेड 6:07 PM IST

কয়েক দিন ধরেই জল্পনা চলছিল। কিন্তু চাকরির মেয়াদ বাড়ল না বিদ্যুত্‍ চক্রবর্তীর। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব পেলেন সঞ্জয় মল্লিক। আজ অর্থাত্‍ বুধবারই বিদ্যুত্‍ চক্রবর্তীর উপাচার্য পদে মেয়াদ শেষ হয়েছে। গুজরাতের ভদোদরা বিশ্ববিদ্যালয় থেকে আর্ট অফ হিস্ট্রি Ph.D করেছেন সঞ্জয় মল্লিক। শান্তিকেতনে কলাভবনের অধ্যাপক ছিলেন সঞ্জয়। 

বিশ্বভারতীর উপাচার্য থাকাকালীন বিদ্যুত্‍ চক্রবর্তীকে নিয়ে নানা বিতর্ক হয়েছে। সম্প্রতি বিশ্বভারতী UNESCO হেরিটেজ তকমা পাওয়ার পরে ফলকে বিশ্বভারতীর আচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উপাচার্য হিসেবে বিদ্যুত্‍ চক্রবর্তীর নাম থাকলেও, রবীন্দ্রনাথ ঠাকুরের নাম নেই। 

বিশ্বভারতীর কলাভবনেরই ছাত্র ছিলেন সঞ্জয় মল্লিক। ১৯৯১ সালে কলাভবন থেকে স্নাতক হন। তারপর ভদোদরা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পড়াশোনা। পরেই ওই বিশ্ববিদ্যালয়েই ২০০৩ সালে Ph.D ডিগ্রি পান তিনি। 

অন্যদিকে মেয়াদ শেষের দিনেও বিতর্ক মাথায় নিয়েই পদ ছাড়লেন বিদায়ী উপাচার্য বিদ্যুত্‍ চক্রবর্তী। এদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুরুচিকর মন্তব্যের অভিযোগে বিদ্যুতের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তাঁর বিরুদ্ধে যিনি থানায় অভিযোগ করেছেন, তাঁর নাম প্রলয় নায়েক। প্রলয় বীরভূম জেলার প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি।  শান্তিনিকেতন থানায় দায়ের হওয়া অভিযোগে প্রলয় লিখেছেন, গত ৭ নভেম্বর বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী বিশ্ববিদ্যালয়ের প্যাডে বাংলার মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর, অপমানজনক মন্তব্য করেছেন। 

কয়েক দিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৫ পাতার চিঠি দিয়েছিলেন বিদ্যুত্‍ চক্রবর্তী। মুখ্যমন্ত্রীকে পাঠানো এই পাঁচ পাতার চিঠি নিয়ে কটাক্ষ করেন বিজেপি নেতা অনুপম হাজরা। তাঁর বক্তব্য, ‘এই ভিসি ভণ্ড। ইনি বিজেপি সাজার চেষ্টা করছেন, যাতে মেয়াদকাল বাড়ে।’ 
 

Read more!
Advertisement
Advertisement