
হাওড়ার উলুবেড়িয়ায় মর্মান্তিক দুর্ঘটনা। স্কুল থেকে বাচ্চাদের নিয়ে ফেরার পথে পুকুরে পড়ে গেল পুলকার। তার জেরে প্রাণ গেল তিন পড়ুয়ার। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নিয়ন্ত্রণ হারিয়ে পুলকারটি পড়ে যায়।
সোমবার দুপুর সাড়ে তিনটে। উলুবেড়িয়ার বহিরা অঞ্চল ধরে একটি পুলকার আসছিল। ভিতরে ছিল বেসরকারি স্কুলের পাঁচ পড়ুয়া। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে পুলকারটি পড়ে যায় পুকুরে। অভিযোগ, দুর্ঘটনার পরই গাড়ি থেকে লাফিয়ে পালিয়ে যায় চালক। ঘটনা দেখে তড়িঘড়ি সেখানে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই পাঁচ পড়ুয়াকে উদ্ধার করেন।
এরপর নিকটবর্তী শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহতদের। তবে তিনজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। আহত আরও দুইজনের অবস্থা আশঙ্কাজনক। মৃত পড়ুয়াদের নাম শৌভিক দাস (১১), ইশিকা মণ্ডল (৭) এবং আরীন দাস (৯)। তিন জনেই ওই এলাকারই বাসিন্দা।
এদিকে ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়ায়। দুর্ঘটনার পরই উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। উলুবেড়িয়ার এসডিপিও শুভম যাদব, উলুবেড়িয়া ১ নং ব্লকের বিডিও এইচ এম রিয়াজুল হক ঘটনাস্থলে পৌঁছেছেন। পড়ুয়াদের উদ্ধারের জন্য নামানো হয়েছিল ডুবুরিও।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, একটি গাড়ির সঙ্গে রেষারাষি করছিল ওই পুলকার। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে তা পুকুরে পড়ে যায়। যদিও পুলিশের তরফে তদন্ত শুরু হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।