Advertisement

আগে SIR, তারপর বিয়ে, বর বেশেই হিয়ারিংয়ে হাজির, তারপর...

SIR Notice: SIR নিয়ে রাজ্যজুড়ে নানা ঘটনা ঘটছে। কোথাও ক্ষোভের মুখে পড়ছে BLO-রা। আবার কোথাও তীব্র প্রতিবাদে শামিল হচ্ছেন সাধারণ মানুষ। এরইমধ্যে বীরভূমের নানুর থেকে সামনে এল অবাক করার মতো বিষয়। বিয়ের সাজানো গাড়ি নিয়ে, বিয়ের পোশাক পরেই সোজা SIR হিয়ারিংয়ে হাজির বর।

বিয়ের দিনই SIR হিয়ারিংয়ের ডাকবিয়ের দিনই SIR হিয়ারিংয়ের ডাক
Aajtak Bangla
  • সিউড়ি,
  • 20 Jan 2026,
  • अपडेटेड 12:18 PM IST
  • SIR নিয়ে রাজ্যজুড়ে নানা ঘটনা ঘটছে। কোথাও ক্ষোভের মুখে পড়ছে BLO-রা।
  • বীরভূমের নানুর থেকে সামনে এল অবাক করার মতো বিষয়।
  • বরের পোশাকে শুনানি কেন্দ্রে যুবককে দেখে অনেকেই চমকে যান, যদিও যুবকেরই বা করার কী আছে!

SIR নিয়ে রাজ্যজুড়ে নানা ঘটনা ঘটছে। কোথাও ক্ষোভের মুখে পড়ছে BLO-রা। আবার কোথাও তীব্র প্রতিবাদে শামিল হচ্ছেন সাধারণ মানুষ। এরইমধ্যে বীরভূমের নানুর থেকে সামনে এল অবাক করার মতো বিষয়। বিয়ের সাজানো গাড়ি নিয়ে, বিয়ের পোশাক পরেই সোজা SIR হিয়ারিংয়ে হাজির বর। উপায় কী! বিয়ের দিনই যে তাঁর SIR শুনানির তারিখ পড়েছে। বরের পোশাকে শুনানি কেন্দ্রে যুবককে দেখে অনেকেই চমকে যান, যদিও যুবকেরই বা করার কী আছে!

জানা গিয়েছে, যুবকের নাম কবির আকবর রানা। সে নানুরের খেজুরিপাড়ার বাসিন্দা। গত দু'মাস আগেই তাঁর বিয়ের তারিখ ঠিক হয়েছিল। কিন্তু তিন দিন আগেই বিনা মেঘে বজ্রপাত! একেবারে মোক্ষম দিনেই SIR শুনানিতে তাঁকে ডেকে পাঠায় নির্বাচন কমিশন।

তাই দ্বিরুক্তি না করে মঙ্গলবার একেবারে গোলাপ ও রজনীগন্ধা দিয়ে সাজানো গাড়ি করে, বরের বেশে SIR শুনানি কেন্দ্রে হাজির হন কবির। সেখানে অন্য লোকের সঙ্গে লাইনে দাঁড়িয়েই ডকুমেন্টস জমা দিয়ে হিয়ারিং পর্ব শেষ করেন তিনি। এরপর বিয়ের উদ্দেশে রওনা দেন।

গোটা বিষয়টি অনেকেই মজার ছলে দেখলেও বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বরের পরিবার। বরের ভাই ফিরদৌস বৈধ বলেন, "বিয়ের দিনই শুনানির তারিখ পড়েছে। সেই কারণে ভাইয়ের সঙ্গে আমাকেও বিয়ের মন্ডপে না গিয়ে, শুনানি কেন্দ্রে আসতে হল। শুনানির নোটিশে বলা হয়েছে বরের নাকি ৬ ভাই আছে। কিন্তু আসলে এটা পুরো ভুল। আমরা মোট ৩ ভাই-বোন। বরের মাত্র এক বোন ও এক ভাই আছে। কোনও কারণ ছাড়াই মানুষকে হয়রান করা হচ্ছে। কী যে চলছে, কিছুই বুঝতে পারছি না।"

 

Read more!
Advertisement
Advertisement