
রান্না করার সময় জল দেওয়া মাস্ট। এটা ছাড়া রান্না সম্ভবই নয়। তাই বাঙালি হেঁশেলে জল উপস্থিত থাকে। সেটা ব্যবহার করেই হয় রান্না। তবে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে রান্নায় জল ব্যবহারের ক্ষেত্রেই ঘটে গিয়েছে এক ভয়ঙ্কর দুর্ঘটনা। জল ভেবে অ্যাসিড দিয়েই রান্না চলে। তারপর সেই খাবার খেয়ে একই পরিবারের ৬ জন অসুস্থ হয়ে পড়ে। যার মধ্যে ৩ জন আবার শিশু বলে জানা গিয়েছে। (ছবি: প্রতীকী)
প্রাথমিকভাবে তাদের ঘাটাল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু পরিস্থিতির অবনতি হওয়ায় তাদের কলকাতায় আনা হয়েছে বলেই খবর।
কী হয়েছিল?
ঘটনাটি ঘটেছিল পশ্চিম মেদিনীপুরের রত্নেশ্বরবাটি গ্রামে। এই গ্রামের বাসিন্দা হলেন সান্তু। কাজের জন্যই তার বাড়িতে অ্যাসিড রাখা থাকত। আর রবিবার বিকেলে বাড়ির এক মহিলা সেই অ্যাসিডকেই জল বলে গুলিয়ে ফেলেন। তিনি সেই অ্যাসিড দিয়েই করে ফেলেন রান্না। তারপর গোটা পরিবারই সেই রান্নার পদ খেয়ে নেন। যার ফলে পরিবারের তিন প্রাপ্তবয়স্ক এবং তিন শিশু গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে। তাদের নিয়ে যাওয়া হয় ঘাটাল হাসপাতালে। সেখানে এক শিশু গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ে। তারপর পরিস্থিতি বিবেচনা করে ৬ জনকেই কলকাতায় ট্রান্সফার করে দেওয়া হয়। তাদের প্রত্যেকের অবস্থই আশঙ্কাজনক বলে জানায় হাসপাতাল।
কী করত পরিবার?
এই পরিবারের মূল কাজ ছিল রুপোর। এই কারণে অ্যাসিড রাখা থাকত বাড়িতে। আর বাড়ির এক মহিলা ভুল করে রান্নার সময় জলের বদলে অ্যাসিড মিশিয়ে দেন। এটাকে তিনি জল ভেবে ভুল করেন। তারপর সেই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন সকলে। তাদের ঘাটাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে কলকাতায় পাঠানো হয় তাদের। যদিও এখনও তাদের শারীরিক পরিস্থিতির আপডেট পাওয়া যায়নি। তবে স্বাস্থ্যের হাল যে খুব একটা ভাল নয়, সেটুকু জানা গিয়েছে।