Advertisement

মদ কিনতে ২০ টাকা চেয়েছিল, না দেওয়াতে মাকেই খুন ছেলের

দুপুরে মায়ের কাছে মদ কিনতে জন্য কুড়ি টাকা চায় চয়ন। সেই টাকা দিতে অস্বীকার করায় বাড়িতে রাখা ধারাল অস্ত্র দিয়েই মায়ের মাথায় এলোপাথাড়ি আঘাত করেন ওই যুবক। ঘটনাস্থলে মৃত্যু হয় মা আরতির।

মদ কিনতে ২০ টাকা চেয়েছিল, না দেওয়াতে মাকেই খুন ছেলের
Aajtak Bangla
  • মালদা,
  • 27 Nov 2024,
  • अपडेटेड 2:03 PM IST
  • বিভিন্ন ধরনের খারাপ স্বভাবে আসক্ত ছিল ওই যুবক
  • কাজ না থাকার কারণে মানসিক ভাবে দুর্বল হয়ে পড়েছিল

মদ কিনতে মায়ের কাছে কুড়ি টাকা চেয়েছিল ছেলে। কিন্তু না দেওয়ায় ধারাল অস্ত্র দিয়ে মাকেই খুন। ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুরের মধ্যমকেন্দুয়া গ্রামে। উত্তেজিত পাড়া প্রতিবেশীরা যুবককে আটকে রেখে ব্যাপক গণপিটুনি দেয়। ঘটনার খবর পেয়ে হবিবপুর থানার পুলিশ আসলে তাদের  হাতে তুলে দেওয়া হয় অভিযুক্তকে। মৃতের নাম আরতি সিংহ, বয়স ৫৬ বছর। আরতির স্বামী রবি সিংহ দীর্ঘদিন আগেই মারা গিয়েছেন। একমাত্র ছেলে চয়নকে নিয়ে থাকতেন আরতি। চয়ন পেশায় দিনমজুরের কাজ করেন। গত দেড় মাস ধরে কাজ না থাকায় বাড়িতে বসে ছিলেন।

দুপুরে মায়ের কাছে মদ কিনতে জন্য কুড়ি টাকা চায় চয়ন। সেই টাকা দিতে অস্বীকার করায় বাড়িতে রাখা ধারাল অস্ত্র দিয়েই মায়ের মাথায় এলোপাথাড়ি আঘাত করেন ওই যুবক। ঘটনাস্থলে মৃত্যু হয় মা আরতির। মৃতের দিদি বন্দনা সিংহ বলেন, 'চয়ন যে এমন কাজ করবে ভাবতেই পারিনি। চয়নের হাতে কাজ ছিল না বলে দেড় মাস ধরেই বাড়িতে ছিল। সে মানসিকভাবে ভেঙে পড়েছিল। তবে বিভিন্ন ধরনের নেশা করত চয়ন। মদ কেনার কুড়ি টাকার জন্য দিদির সঙ্গে ওর কথা কাটাকাটি হয়। সেই টাকা দিতে না পারার কারণেই ধারাল কিছু দিয়ে মাথায় কোপ মেরে দিদিকে শেষ করেছে চয়ন।'

হবিবপর পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, বিভিন্ন ধরনের খারাপ স্বভাবে আসক্ত ছিল ওই যুবক। কাজ না থাকার কারণে মানসিক ভাবে দুর্বল হয়ে পড়েছিল। ধৃতকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement