Advertisement

Kalyani News: ফেলে পালাল ছেলে, কল্যাণীতে ৫ দিন ধরে হাসপাতালের বাইরে নগ্ন অবস্থায় পড়ে বৃদ্ধ

ফের অমানবিক ছবি হাসপাতালে। এবার নদিয়ার কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে। অভিযোগ প্রায় গত পাঁচ দিন ধরে কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালের বর্হিবিভাগের সামনে ট্রলিতে শোয়ানো অবস্থায় পড়ে রয়েছেন বছর সত্তরের এক ব্যক্তি। আউটডোরের ট্রলির উপর নগ্ন অবস্থায় অসুস্থ হয়ে পড়ে রয়েছেন তিনি। এভাবে শুয়ে থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ।

 ফের অমানবিক ছবি হাসপাতালে ফের অমানবিক ছবি হাসপাতালে
স্বপন কুমার মুখার্জি
  • কল্যাণী,
  • 14 Jul 2025,
  • अपडेटेड 12:14 PM IST


ফের অমানবিক ছবি হাসপাতালে। এবার নদিয়ার কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে। অভিযোগ প্রায় গত পাঁচ দিন ধরে  কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালের বর্হিবিভাগের সামনে ট্রলিতে শোয়ানো অবস্থায় পড়ে রয়েছেন  বছর সত্তরের এক ব্যক্তি।  আউটডোরের ট্রলির উপর নগ্ন অবস্থায় অসুস্থ হয়ে পড়ে রয়েছেন তিনি। এভাবে শুয়ে থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ।

 হাসপাতালের একাধিক সরকারি কর্মচারী এবং নিরাপত্তারক্ষীরা হাসপাতাল কর্তৃপক্ষ ও হাসপাতাল ক্যাম্পাসে থাকা পুলিশ প্রশাসনের আধিকারিকদের বিষয়টি বারবার জানিয়েছিলেন বলে জানা গিয়েছে। অভিযোগ, তা সত্ত্বেও কোনও ব্যবস্থা গ্রহণ করেনি কেউ। মিলেছে ব্যবস্থা গ্রহণের শুধু প্রতিশ্রুতি। রোগীর নাম নিশীথ মৃধা। বাড়ি নদিয়ার চাকদার চাঁদুরিয়া এলাকায়। 

সূত্রের খবর, গত ১০ জুলাই ওই ব্যক্তিকে তাঁর ছেলে চিকিৎসা করার উদ্দেশ্যে নিয়ে আসেন কল্যাণী জহরলাল নেহেরু মেমোরিয়ালের বর্হিবিভাগে।  HIV পজিটিভ শুনেই নিশীথের ছেলে নীলেষ মৃধা হাসপাতালের বহির্বিভাগের সামনে ফেলে রেখে দিয়ে চলে গিয়েছেন। তারপর থেকে এইভাবে হাসপাতালের বহির্বিভাগের সামনে বিনা চিকিৎসায় পড়ে রয়েছেন নিশীথ।  বিকেলের পরে নজরে আসে বর্হিবিভাগের কর্মীদের ও হাসপাতালের নিরাপত্তারক্ষীদের। খবর দেওয়া হয় হাসপাতাল কর্তৃপক্ষকে। খবর দেওয়া হয় হাসপাতাল ক্যাম্পাসে পুলিশ আউট পোস্টে। ঘটনাস্থলে আসেন এক পুলিশকর্মী। এক ঘণ্টার মধ্যে ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু তারপরেও পাঁচ দিন পার হলেও কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ হাসপাতালের কর্মচারী ও নিরাপত্তারক্ষীদের।

 হাসপাতালে সুপার-সহ অন্যান্যদেরও বিষয়টি জানানো হয়েছে। কিন্তু কোনও লাভ হয়নি। ৫দিন ঘরে নগ্ন অবস্থায় পড়ে আছেন ওই ব্যক্তি। তাঁর ছেলের একটি ফোন নাম্বার রয়েছে হাসপাতালের আউটপোস্টের পুলিশ প্রশাসনের কাছে। হাসপাতাল সূত্রে খবর, নিশীথকে অন্যত্র ভর্তি করার কথা বলা হয়েছে। কিন্তু তাঁর ছেলে নিশীথকে বহির্বিভাগের সামনে ফেলে রেখে দিয়ে চলে গিয়েছেন। ছেলেকে বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। প্রশ্ন উঠছে সরকারি হাসপাতালে অসুস্থ কোনও রোগী পাঁচ দিন ধরে নগ্ন  অবস্থায় ট্রলির উপরে হাসপাতাল ক্যাম্পাসে কী করে রয়েছেন? কেন কোন ওব্যবস্থা গ্রহণ করেনি প্রশাসন? ওই অসুস্থ রোগীর চিকিৎসারই বা কোনও ব্যবস্থা কেন গ্রহণ করেনি হাসপাতাল কর্তৃপক্ষ? 

Advertisement

রিপোর্টারঃ সুরজিৎ দাস

Read more!
Advertisement
Advertisement