Advertisement

Sonarpur News: সোনারপুরে বিধবা মহিলাকে কুপ্রস্তাব, অভিযোগের তির TMC কাউন্সিলরের দিকে

শাসক দলের কাউন্সিলরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এক বিধবা মহিলার। ঘটনাটি রাজপুর সোনারপুর পুরসভার। এই পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার কৃ্ষ্ণপদ মণ্ডল তাঁকে কুপ্রস্তাব দিয়েছেন, এমনটাই অভিযোগ করেছেন স্থানীয় ওই মহিলা। তাঁর দাবি, কাউন্সিলার ৫০ হাজার টাকা তোলা দাবি করেন। টাকা না দিলে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেওয়া হয়।

প্রতীকি ছবিপ্রতীকি ছবি
Aajtak Bangla
  • সোনারপুর,
  • 24 Aug 2025,
  • अपडेटेड 11:08 AM IST

শাসক দলের কাউন্সিলরের বিরুদ্ধে  বিস্ফোরক অভিযোগ এক বিধবা মহিলার। ঘটনাটি রাজপুর সোনারপুর পুরসভার। এই পুরসভার  ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার কৃ্ষ্ণপদ মণ্ডল তাঁকে কুপ্রস্তাব দিয়েছেন, এমনটাই অভিযোগ করেছেন স্থানীয় ওই মহিলা। তাঁর দাবি, কাউন্সিলার  ৫০ হাজার টাকা তোলা দাবি করেন। টাকা না দিলে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি সোনারপুরে মহিলার দোকান তুলে দেওয়ার অভিযোগও রয়েছে। 

ওই মহিলা দাবি করেছেন, থানায় অভিযোগ করতে গেলে তাঁকে বসিয়ে রেখে তাঁর সামনেই অভিযুক্ত কাউন্সিলারকে ফোন করে ঘটনার সত্যতা জানতে চান তদন্তকারী আধিকারিক।  জানা গিয়েছে, মহিলার স্বামী জীবিত থাকাকালীন স্থানীয় বাজারে একটি দোকান চালাতেন। পরে স্বামীর মৃত্যুর পর ওই মহিলা সেখানেই কাপড়ের একটি ব্যবসা শুরু করেন। এরপর থেকেই মহিলাকে নানা ভাবে হেনস্থা ও উত্যক্ত করা হয়। অভিযোগ এলাকার দাপুটে কাউন্সিলার মহিলার থেকে ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিতে পারায় মহিলাকে কুপ্রস্তাবও দেওয়া হয়। শেষ পর্যন্ত টাকা না দিলে শ্লীলতাহানির হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি মহিলার।

এই ঘটনার পর সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আপাতত তৃণমূল কাউন্সিলার কৃ্ষ্ণপদ মণ্ডলের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্তও শুরু হয়েছে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই প্রাথমিক তদন্তের কাজ শুরু করেছে পুলিশ। তবে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন কাউন্সিলার কৃ্ষ্ণপদ মন্ডল। তিনি জানিয়েছেন, ‘এই ধরনের কোনও ঘটনা ঘটেনি। আমাকে রাজনৈতিক উদ্দেশ্যে ফাঁসানো হচ্ছে। আমি চাই, ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক এবং সত্য প্রকাশ্যে আসুক।’

Read more!
Advertisement
Advertisement