Advertisement

'রাজ্যকে জ্বালিয়ে দিতে পারি' মেদিনীপুরে হুঁশিয়ারি চাকরি যাওয়া শিক্ষক-শিক্ষিকাদের

ক্ষমতায় আমরাই এনেছিলাম, আমরাই নামাতে পারব। শান্তভাবে যেমন বলতে পারি, রাজ্যকে জ্বালিয়েও দিতে পারি। মমতা বন্দ্যোপাধ্য়ায় যদি এটা ভুলে যান, তাহলে তিনি ভুল করছেন। নাম করে রাজ্যের রাজ্যের মুখ্যমন্ত্রীকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি চাকরিহারা শিক্ষকদের।

'রাজ্যকে জ্বালিয়ে দিতে পারি' মেদিনীপুরে হুঁশিয়ারি চাকরি যাওয়া শিক্ষক-শিক্ষিকাদের 'রাজ্যকে জ্বালিয়ে দিতে পারি' মেদিনীপুরে হুঁশিয়ারি চাকরি যাওয়া শিক্ষক-শিক্ষিকাদের
বিশাল দাস
  • মেদিনীপুর শহর,
  • 06 Apr 2025,
  • अपडेटेड 11:31 AM IST
  • ২০১৬ সালের শিক্ষক নিয়োগের প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট
  • প্রায় ২৬ হাজার শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে

ক্ষমতায় আমরাই এনেছিলাম, আমরাই নামাতে পারব। শান্তভাবে যেমন বলতে পারি, রাজ্যকে জ্বালিয়েও দিতে পারি। মমতা বন্দ্যোপাধ্য়ায় যদি এটা ভুলে যান, তাহলে তিনি ভুল করছেন। নাম করে রাজ্যের রাজ্যের মুখ্যমন্ত্রীকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি চাকরিহারা শিক্ষকদের।

২০১৬ সালের শিক্ষক নিয়োগের প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। প্রায় ২৬ হাজার শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। তাঁদের ভবিষ্যৎ অথৈ জলে। একজন বাদে বাকি সকলের চাকরি গিয়েছে। আর তারপরেই আদালতের এই নির্দেশে আচমকা চাকরি হারিয়ে এই মানুষগুলোর মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে! 

শনিবার দুপুরে মেদিনীপুর শহরের রাস্তায় ফের একইভাবে শুক্রবারের মতোই মিছিল নিয়ে বের করেছিলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। তবে এবার তাঁদের প্রতিবাদী মিছিলে সঙ্গে ছিল পরিবারের ছোট বাচ্চারাও। বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, 'সসম্মানে চাকরিতে যদি ফেরত না যেতে পারি, তাহলে কাউকেই ভাল রাখব না। শান্তভাবেও যেমন বলতে পারি, তেমনি রাজ্যকেও জ্বালিয়ে দিতে পারি। ৭ এপ্রিল মুখ্যমন্ত্রী যে ললিপপ দেওয়ার জন্য ডেকেছেন তাতে আমাদের কোনও ভরসা নেই।

আরও পড়ুন

অন্য এক বিক্ষোভকারী বলেন, 'ব্যাঙ্কের লোন নিয়ে আমার বাড়ি করা আছে। আমি তো লোনের কিস্তি শোধ করতে পারব না। ফলে আমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। রাস্তায় তো দাঁড়াতে হবে বাচ্চাকে নিয়ে সেই। এখন থেকেই তাই বাচ্চাকে নিয়ে রাস্তায় নামলাম।'

সংবাদদাতা- শাহজাহান আলি

Read more!
Advertisement
Advertisement