বাংলায় এবার বাবরি মসজিদ বানাতে চান তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। ২০২৫ সালের ডিসেম্বর মাসের মধ্যে মসজিদ ট্রাস্ট তৈরি করে আগামী কয়েক বছরের মধ্যেই মুর্শিদাবাদে 'বাবরি মসজিদ' বানাতে চান তৃণমূলের এই বিধায়ক। হুমায়ুন বলছেন পশ্চিমবঙ্গেই হবে নতুন বাবরি মসজিদ। বাংলার মুসলমানরা বাংলায় একটি নতুন বাবরি মসজিদ নির্মাণ করবেন
৬ ডিসেম্বর ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে মুর্শিদের বেলডাঙ্গা এলাকায় নতুন বাবরি মসজিদ নির্মাণের কাজ শুরু হবে। । তৃণমূল বিধায়কের কথায়, অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা এখনও দেশের সংখ্যালঘু মুসলিমদের ভাবাবেগে আঘাত দেয়। সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাম মন্দির তৈরি হয়ে গেলেও অযোধ্যা বা অন্য কোথাও মসজিদ তৈরি নিয়ে কোনও পদক্ষেপ এখনও নেওয়া হয়নি। তাই তিনি উদ্যোগ নিয়ে বাংলার মাটিতে এই মসজিদ তৈরি করতে চান।
তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বক্তব্য , বাবরি মসজিদ যেখানে ছিল সেই উত্তরপ্রদেশে ১৮ থেকে ১৯ শতাংশ সংখ্যালঘুদের বাস ছিল সে সময়ে। বর্তমানে বাংলায় ৩৫ শতাংশ মুসলিমরা বাস করেন। আর মুর্শিদাবাদে প্রায় ৭০ শতাংশ মুসলিমদের বাস। জম্মু-কাশ্মীরের অনন্তনাগকে বাদ দিলে ভারতের সবথেকে বেশি মুসলিম অধ্যুষিত জেলা মুর্শিদাবাদ। সেই প্রেক্ষিতেই বাংলার মাটিতে এই জেলায় একটি বাবরি মসজিদ হওয়া উচিত। ১৯৯২ সালের ৬ ডিসেম্বরের ঘটনা আজও মুসলিমদের আঘাত দেয় বলে দাবি করেন তিনি। সেই কারণেই তিনি নিজে থেকে উদ্যোগ নিয়েছেন আগামী দিনে রেজিনগর বা বেলডাঙার কোনও একটি জায়গায় ট্রাস্টের মাধ্যমে ২ একর বা ৬ বিঘা জমি কিনে এই মসজিদ তৈরি করবেন। প্রথমে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন মাদ্রাসার পরিচালকদের একত্রে করে একটি মসজিদ ট্রাস্ট তৈরি হবে এবং তারপর শুরু হবে মসজিদ তৈরির কাজ। এই কাজে তিনি নিজে এক কোটি টাকা দান করবেন বলে জানান তৃণমূল সাংসদ।
বাবরি মসজিদ তৈরির জন্য এই ট্রাস্টের সদস্য সংখ্যা ২০০ বা তার বেশি হতে পারে বলে জানিয়েছেন তৃণমূল বিধায়ক। ২০২৫ সালের ৬ ডিসেম্বরের মধ্যে এই ট্রাস্ট তৈরি করতে চাইছেন তিনি। তারপর যত সময়ই লাগুক, এই মসজিদ তৈরি করা হবে, এমন পরিকল্পনাই নিয়েছেন হুমায়ুন কবীর।