এবার নতুন দল গড়ার সিদ্ধান্ত নিলেন তৃণমূল কংগ্রেস (টিএমসি) বিধায়ক হুমায়ুন কবির। ইন্ডিয়া টুডে-কে ভরতপুরের তৃণমূল বিধায়ক জানিয়েছেন যে ২০২৬ সালের ১ জানুয়ারি তাঁর নতুন দলের পথ চলা শুরু হবে। আসন্ন বিধানসভা নির্বাচনে ৫০টি আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর। গত কয়েক মাস ধরেই দলের সঙ্গে দূরত্ব বাড়ছিল শাসকদলের এই বিধায়কের। মুর্শিদাবাদ জেলা নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা করেছেন তিনি। যার ফলে পূর্বে তাঁকে সতর্ক করা হয়েছিল। দলীয় হাইকমান্ড তাঁকে কারণ দর্শানোর নোটিশও দিয়েছিল।
ভরতপুর বিধানসভা কেন্দ্র সংখ্যালঘু অধ্যুষিত। নিজের এলাকায় বেশ শক্ত খুঁটি রয়েছে হুমায়ুনের। তাই তাঁর সম্ভাব্য দলত্যাগ তৃণমূল কংগ্রেসের জন্য যথেষ্ট হুমকি। বিশেষ করে যেসব অঞ্চলে সংখ্যালঘু ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি সংখ্যালঘু ভোট হুময়ুনের দিকে ঝোঁকে, তাহলে তা গুরুত্বপূর্ণ জেলাগুলিতে তৃণমূল কংগ্রেসের ফলাফলে মারাত্মক প্রভাব ফেলতে পারে। কারণ হুমায়ুন স্পষ্ট করে দিয়েছেন যে তাঁর নতুন দল কেবল মুর্শিদাবাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। বিধায়ক বলেন, আমার নতুন দল কেবল মুর্শিদাবাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও নদিয়ার কিছু অংশে ৫০-৫২টি আসনে প্রার্থী দেবে।'
রাজ্যে বিধানসভা নির্বাচনের মাত্র এক বছর বাকি রয়েছে। তাই হুমায়ুনের এই পদক্ষেপ নতুন রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। মজার বিষয় হল, কবির বলেছেন যে তাঁর অভিযোগ কেবল জেলা নেতৃত্বের প্রতিই। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁর কোনও বিদ্বেষ নেই।