Advertisement

Contai : কাঁথির সমবায় সমিতির ভোটে TMC-র জয়জয়কার, খাতা খুলতে পারল না BJP

রাজ্যের বিরেধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় কাঁথিতে গেরুয়া বিপর্যয়। কাঁথির যশাবিশা হৈবৎপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে সবকটি আসনে জিতল তৃণমূল সমর্থিত প্রার্থীরা।

Contai Election Contai Election
অহনা চট্টোপাধ্যায়
  • কাঁথি ,
  • 03 Mar 2025,
  • अपडेटेड 12:31 PM IST
  • কাঁথির সমবায় সমিতির ভোটে TMC-র জয়জয়কার
  • খাতা খুলতে পারল না বিজেপি

রাজ্যের বিরেধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় কাঁথিতে গেরুয়া বিপর্যয়। কাঁথির যশাবিশা হৈবৎপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটে সবকটি আসনে জিতল তৃণমূল সমর্থিত প্রার্থীরা। খাতা খুলতে পারল না বিজেপি। 

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ৩ নম্বর ব্লকের কুসুমপুর গ্রাম পঞ্চায়েতের যশাবিশা- হৈবৎপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন হয় রবিবার সকালে। এই ভোটে তৃণমূল ও বিজেপি সমর্থিত প্রার্থীরা দাঁড়িয়েছিলেন।  

মারিশদা থানার কড়া পুলিশি নিরাপত্তায় যশাবিশা -হৈবৎপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির  নির্বাচন হয়। বিকেল নাগাদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। দেখা যায় এই সমবায় সমিতির ৯ আসনের সব কটি আসনেই জয়ী হয়েছে TMC সমর্থিত প্রার্থীরা। খাতা খুলতেই পারেনি BJP। 

এই সমবায় সমিতির মোট ভোটার ছিল সংখ্যা ছিল ৩৭৩। ভোট পড়ে ৩০৭টি। ফলাফলে বিপুল জয় হাসিল করে শাসক দল সমর্থিত সদস্যরা।  সমবায় নির্বাচনে জয়লাভ করার পরে তাঁরা বাজি ফাটিয়ে  উল্লাসে মেতে ওঠেন। 

এই বিষয়ে কাঁথি সাংগঠনিক জেলা TMCর আইএনটিটিইউসি'র সভাপতি বিকাশচন্দ্র বেজ বলেন, 'সারা বাংলা জুড়ে একুশের নির্বাচনের পরে যত উপ-নির্বাচন, সমবায় নির্বাচন হয়েছে সব জায়গায় BJP পরাজিত হয়েছে। বিগত পঞ্চায়েত নির্বাচনে এই বুথ BJPর দখলে ছিল। সেই প্রতিকূলতাকে কাটিয়ে TMC জয়লাভ করেছে। ‌এই জয় থেকেই এটা প্রমাণ হয় যে, মানুষ TMC-র সঙ্গে আছে। উন্নয়নের সঙ্গে আছে।'

BJP র মেদিনীপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার জেলা সম্পাদক অমলেশ পাহাড়ি বলেন, 'TMC-র আমলে কোনও সমবায় সমিতিতে বিরোধীদের লড়াই করতে করতে দেওয়া হয়নি। ছাব্বিশের নির্বাচনের BJP ক্ষমতায় এলে আবার সব সমবায় আমাদের দখলে চলে আসবে। তাই এই নির্বাচন নিয়ে আমরা ভাবছি না। আগামীদিনে সমস্ত জায়গা BJP-র দখলে আসবে।' 

TAGS:
Read more!
Advertisement
Advertisement