Advertisement

পার্টি অফিসে ঝুলছে TMC কাউন্সিলরের দেহ, বয়স ৩০

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন ছাত্র পরিষদের পার্টি অফিস খোলেন স্থানীয় কর্মীরা। অফিসে ঢুকে তাঁরা রাকেশের ঝুলন্ত দেহ দেখতে পান। খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে সেখানে যায় মোহনপুর ফাঁড়ির পুলিশ।

পার্টি অফিস থেকে উদ্ধার TMC কাউন্সিলরের ঝুলন্ত দেহপার্টি অফিস থেকে উদ্ধার TMC কাউন্সিলরের ঝুলন্ত দেহ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 May 2025,
  • अपडेटेड 4:14 PM IST
  • প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে এটা আত্মহত্যার ঘটনা
  • ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে

পার্টি অফিস থেকেই উদ্ধার তৃণমূলের এক কাউন্সিলরের ঝুলন্ত দেহ। নদিয়ার কল্যাণীর হরিণঘাটার ঘটনা। মৃতের নাম রাকেশ পাড়ুই। তিনি হরিণঘাটা পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় হরিণঘাটার তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) থেকে রাকেশের দেহ উদ্ধার হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন ছাত্র পরিষদের পার্টি অফিস খোলেন স্থানীয় কর্মীরা। অফিসে ঢুকে তাঁরা রাকেশের ঝুলন্ত দেহ দেখতে পান। খবর দেওয়া হয় পুলিশে। খবর পেয়ে সেখানে যায় মোহনপুর ফাঁড়ির পুলিশ। তারা এসে দেহ উদ্ধার করে নিয়ে যায় হরিণঘাটা গ্রামীণ হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাকেশকে মৃত ঘোষণা করেন। পরে গ্রামীণ হাসপাতাল থেকে রাকেশের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

প্রাথমিক ভাবে পুলিশ মনে করছে এটা আত্মহত্যার ঘটনা। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। রানাঘাট পুলিশ জেলার সুপার আশিস মৌর্য জানিয়েছে, কোনও নির্দিষ্ট অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।

আরও পড়ুন

Read more!
Advertisement
Advertisement